বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্টগুলো জেনে নিন

বর্তমানে প্রায় সকল কিছুই অনলাইন মুখি হয়ে গেছে। তেমনি ভাবে অনলাইনের মাধ্যমে মানুষজন শপিং করছে। আর এজন্য অনেকেই বাংলাদেশের সেরা অনলাইন শপিং ওয়েবসাইট লিস্টগুলো জানতে চেয়ে থাকে। তাদের জন্যই আমরা আজকের আর্টিকেলটিতে বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট গুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরব।
বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট
পোস্টসূচনাঃআমরা অনেকেই প্রায়ই অনলাইন থেকে শপিং করে থাকি। অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে থাকি পণ্যের মান যেমনটি বলে তেমনটা আমরা পাই না। আর এই দুর্ভোগের কারণে আমরা অনেকেই অনলাইনে শপিং করা থেকে দূরে সরে যায়। আজ আমরা আপনাদেরকে জানাবো অনলাইনে শপিং করার জন্য কোন ওয়েবসাইটটি আপনার জন্য ভালো হবে।

ভূমিকা

এই সম্পূর্ণ পোস্টটি জুড়ে বাংলাদেশের সেরা অনলাইন বিভিন্ন মার্কেট সম্পর্কে আলোচনা করা হবে।বর্তমানে দারুন একটি অনলাইন বিপণন ব্যবস্থাপনা হল অনলাইন শপিং। অনলাইন শপিং এর মাধ্যমে যেখানে আপনি আপনার ইচ্ছামত আপনার বাজেটের মধ্যে যেকোনো পণ্য ই-কমার্স ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন। বাংলাদেশেও ই-কমার্স ওয়েবসাইটের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যার কারণে অনলাইন শপিং অর্থনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এজন্য এই প্রবল সম্ভাবনাময় বাজারে ক্ষুদ্র থেকে বৃহৎ এমন অনেক ই-কমার্স প্ল্যাটফর্ম এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ই-কমার্স প্ল্যাটফর্ম গুলোর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই আমরা অনেকেই কনফিউজড হয়ে যায় যে পণ্য ক্রয় করার জন্য সেরা অনলাইন শপিং কোনটি। ই-কমার্স প্ল্যাটফর্ম গুলোতে বর্তমানে নানারকম পণ্য ক্রয় বিক্রয় করা হয়। বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার্য হয়ে থাকে সেই সকল পণ্যই আমরা অনলাইনের মাধ্যমে পেয়ে থাকি। আপনি যদি আমাদের আর্টিকেলটি সম্পূর্ণটি পড়েন তাহলে এই সকল তথ্য আপনি ভালোভাবে জানতে পারবেন।

বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট 

বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্ম গুলোতে এমন কোন জিনিস নেই যে সেটা পাওয়া যায় না। কেনাকাটার দিক থেকে কাপড়-চোপড় থেকে শুরু করে মুদির দোকানের সামগ্রী, ইলেকট্রনিক্স যন্ত্রপাতিসহ ঔষধ পত্রাদি ইত্যাদি আমাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই আপনি এখানে পাবেন। আর এই সকল নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো অনলাইনে বেশ জনপ্রিয়তা সৃষ্টি করছে। নিচে বাংলাদেশে অনলাইন শপিং এর জন্য সেরা বিভিন্ন মাধ্যম গুলোর নাম তুলে ধরা হলোঃ
  • Daraz
  • Chaldal
  • Alesha Mart
  • AjkerDeal
  • Shwapno
  • Rokomari
  • Bikroy
  • Bdstall
  • ফুডপান্ডা
  • Pickaboo
  • PriyoShop
তাহলে আপনারা উপরে বাংলাদেশের কিছু অনলাইন শপিং ওয়েবসাইট গুলোর নাম সম্পর্কে জানতে পারলেন। এছাড়াও বাংলাদেশ আরও অনেক ধরনের অনলাইন শপিং ওয়েবসাইট রয়েছে। যেখান থেকে আপনারা অনলাইন শপিং করতে পারবেন। তবে মনে রাখবেন বিভিন্ন ধরনের শপিং ওয়েবসাইট রয়েছে যেগুলো সাধারণত কম দামে পণ্য দেওয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে থাকে। এজন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন অনলাইন শপিং এর ক্ষেত্রে। অনলাইন শপিং এর ক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে শপিং করবেন। তাহলে নিরাপদে অনলাইন থেকে শপিং করতে পারবেন।

দারাজ- daraz.com.bd 

বাংলাদেশে অনলাইন শপিং এর মধ্যে প্রথমে রয়েছে দারাজ।বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং স্বনামধন্য online shopping site । একটি অনলাইন মার্কেট এ যে সকল পণ্য থাকা দরকার প্রায় সকল পণ্যয় এই ই-কমার্স ওয়েবসাইটটিতে বিদ্যমান রয়েছে। দারাজ ই-কমার্স সাইটে আমাদের নিত্য প্রয়োজনীয় নানারকম জিনিসপত্র সহ ইলেকট্রনিক্স পণ্য, গ্রোসারি আইটেম, , ফুড, এ ছাড়াও লাইফস্টাইল এর প্রায় সব ধরনের পণ্য পেয়ে যাবেন। দারাজ বর্তমানে মাল্টিন্যাশনাল ই-কমার্স সাইট হিসেবে পরিচিত।
দারাজ বাংলাদেশ সহ বিশ্বের অন্য আরো দেশে এর কর্মকাণ্ড সচল রয়েছে। দারাজ তার কর্মকাণ্ডগুলো মায়ানমার, শ্রীলঙ্কা এবং পাকিস্তানসহ আরো নানা দেশে পরিচালনা করে থাকে। বাংলাদেশে দারাজের যাত্রা শুরু হয় ২০১৫ সালে। বর্তমানে এটি জনপ্রিয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাবার সাথে সাথে এর গ্রাহক সেবার মান উন্নত হচ্ছে। দারাজের জনপ্রিয়তার আরো কিছু কারণ হচ্ছে গ্রাহকদের নানারকম ডিসকাউন্ট এবং নানা রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে।

এই ই-কমার্স প্ল্যাটফর্মে আপনি একটি দারাজ মহল বলে অপশন পাবেন যেখানে সবসময়ই আপনি পেয়ে যাবেন দারুন সব অফার। দারাজ তার পণ্য গ্রাহক পর্যায়ের পৌঁছানো অব্দি গ্রাহকদের নানা রকম সেবা প্রদান করে থাকে। , বর্তমানে দারাজ একটি চীনা কোম্পানি আলিবাবা গ্রুপের অধীনস্থ হয়ে রয়েছে।

Ajkerdeal- আজকের ডিল

অনলাইন প্লাটফর্মে শপিং ওয়েবসাইটের লিস্টের দিক দিয়ে আজকের ডিল অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে এটি অনলাইনে শপিং সাইট হিসেবে বিশ্বস্ত ই-কমার্স প্রতিষ্ঠিত। এই ই-কমার্স সাইটে আপনারা নিত্য প্রয়োজনীয় সকল ধরনের পণ্য পেয়ে যাবেন। তাছাড়াও এই ওয়েবসাইটিতে অনলাইন পেমেন্ট করার সুযোগ সুবিধা রয়েছে।

রকমারি- rokomari.com 

বাংলাদেশে অনলাইন শপিং হিসেবে দ্বিতীয় নাম্বারে রয়েছে রকমারি।এটি মূলত একটি বইয়ের দোকান হিসেবে পরিচিত। রকমারি এই ই-কমার্স সাইটটিতে আপনি সকল ধরনের বই পেয়ে যাবেন। রকমারি ডট কম মূলত বাংলাদেশে বইয়ের দোকান নামে খুবই জনপ্রিয়তা হয়ে উঠেছে। কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আরো নানারকম ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয় করতে পারবেন। বইয়ের দোকান নামে খ্যাত রকমারি ওয়েবসাইটটিতে ২০১২ সালে যাত্রা শুরু করেন।

মাত্র ২০০ টির মতো বই নিয়ে রকমারি ওয়েবসাইট ই কমার্স প্ল্যাটফর্মের যাত্রা শুরু করেন। ধীরে ধীরে এর জনপ্রিয়তা বৃদ্ধি বাবার সাথে সাথে এই ই-কমার্স প্ল্যাটফর্মে প্রায় জিরো দশমিক দুই মিলিয়ন বই রয়েছে। তাদের কাছে নানারকম বইয়ের সম্ভার পেয়ে যাবেন। রকমারি ডট কম এর জনপ্রিয় কিছু লেখকের তালিকা তে রয়েছে স্বনামধন্য সকল লেখক হন যেগুলো যুগের পর যুগ মানুষের অন্তরে জায়গা করে রেখেছে।

রকমারি ডট কম ই-কমার্স প্ল্যাটফর্মটি মাঝের কিছু সময়ে কিছু সমস্যার কারণে বিতর্কে আসেন। তবে সেই সকল বিতর্ককে পাশ কাটিয়ে রকমারি ডট কম ওয়েবসাইটটি আবার ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে রকমারি ডট কম টিতে বইয়ের পাশে আপনি উপন্যাস, ধর্ম, খেলা, আইন, কবিতা, সাহিত্য, গল্প, টেকনোলজি, ইন্টারনেট, কম্পিউটার, তথ্য প্রযুক্তি সহ বিশ্ব সাহিত্যের আরো অনেক কিছুর বই এদের কাছ থেকে আপনি ক্রয় করতে পারবেন।

ফুড পান্ডা- Foodpanda 

Foodpanda কে মূলত বলা হয়ে থাকে খাবারের দোকান। এখানে প্রায় সকল ধরনের খাবার পেয়ে যাবেন। যারা খেতে ভালোবাসেন তাদের জন্য এই ওয়েবসাইটটি খুবই প্রয়োজনীয় হতে পারে। ফুড পান্ডাতে আপনি আপনার আশেপাশের প্রায় ২০০০ রেস্টুরেন্ট এর মধ্য থেকে আপনি খাবার অর্ডার করতে পারেন। ফুড পান্ডার জনপ্রিয়তা বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। ফুডপান্ডার যাত্রা শুরু থেকে শুধুমাত্র ঢাকায় কার্যক্রম শুরু হলেও এটি ধীরে ধীরে এর কার্য সীমানা বৃদ্ধি করছে।

এটি বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ আরো নানা শহরে এর কার্যক্রম গুলো পরিচালনা করছে। আপনি ফুড পান্ডা ব্যবহার করে সহজে ঘরে বসেই আপনার বাইরের সকল রেস্টুরেন্ট থেকে খাবার আনতে পারবেন। এজন্য আপনাকে রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হবে না। ফুডপান্ডাতে আপনি নানা রকম খাবারের পাশাপাশি গ্রোসারি আইটেম ও ক্রয় করতে পারবেন। আর এই সকল সুযোগ সুবিধার কারণে ফুডপান্ডা প্রতিনিয়ত তাদের জনপ্রিয়তা বৃদ্ধি করছে।

বিডিশপ ডট কম- bdshop.com তার জনপ্রিয়তা বৃদ্ধি করেছে টেক আর গেজেট প্রিয়দের কাছে। বাংলাদেশের যারা টেক রিলেটেড সামগ্রিক ক্রয় করতে চান তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই ই-কমার্স প্ল্যাটফর্মটি বেছে নিয়ে থাকেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নানারকম প্রযুক্তিগত ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সামগ্রী ক্রয় করতে পারেন। bdshop.com ই-কমার্স ওয়েবসাইটটির মাধ্যমে আপনি পেয়ে যাবেন যেসকল সামগ্রী সমূহ সেগুলো হলো:

কম্পিউটার, মাইক্রোফোন, সেলফি স্টিক, ল্যাপটপ, নিত্য নতুন সকল মোবাইল ফোন, মোবাইল স্ট্যান্ড, কম্পিউটারের যাবতীয় সামগ্রী, হেডফোন, স্মার্টওয়াচসহ আরো নানারকম গেজেট সমূহ। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তবে এখানে আপনার পছন্দের অনেক কিছুই পেয়ে যাবেন। আর এই সকল কারণেই এই ই-কমার্স ওয়েবসাইটের জনপ্রিয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

Bikroy.com- বিক্রয় ডট কম

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রয়-বিক্রয় ই-কমার্স সাইট হিসেবে পরিচিত Bikroy.com। এই ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছে ২০১২ সালে। আর বর্তমানে এটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। Bikroy.com কে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস গুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয়। এখানে প্রায়ই নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রী পাওয়া যায়। এই সাইটের সবথেকে বড় যে সুবিধাটি হয়েছে সেটা হল এখানে কোন পণ্য আপনি ক্রয় করতে পারেন।

তার পাশাপাশি আপনার কোন পণ্যকে আপনি বিক্রয়ও করতে পারেন। Bikroy.com ই-কমার সাইটে বর্তমানে একটি সুইডিস কোম্পানি এর অধীনে কাজ করছে। Bikroy.com সর্বপ্রথম ২০১৬ সালে পেইড মেম্বারশীপ নামে একটি সুবিধা চালু করে বিক্রেতাদের জন্য জন্য। যেখানে বিক্রেতারা তাদের পণ্যকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করে তাদের ব্যবসাকে আরো সমৃদ্ধি করে তুলতে সাহায্য করে। bikroy.com এর মাধ্যমে আপনি খুব সহজেই সকল পণ্য ক্রয় করতে পারবেন।

মেয়েদের অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট

বর্তমানে মানুষজন অনলাইনে শপিং করতে বেশি পছন্দ ও স্বাচ্ছন্দ বোধ করে। অনলাইনে মাধ্যমে অতি সহজেই এখন যেকোনো পণ্য ক্রয় করা যায়। এখন আর বাজারে গিয়ে সময় নষ্ট করতে হয় না , অনলাইন এর মাধ্যমে এক ক্লিকেই সকল জিনিসপত্র কিনতে পারবেন। অনলাইনে শপিং থাকার কারণে এখন আর বাজারে গিয়ে কিনতে হয় না। তাছাড়াও বাজারে বিভিন্ন ধরনের পছন্দের জিনিস খুঁজেও না পাওয়া যেতে পারে। এজন্য সকলের প্রায় অনলাইনে শপিংয়ের দিকে ঝুঁকছে। আপনারা যারা মেয়েরা রয়েছেন তারা অনলাইনের মাধ্যমে শপিং করতে পারবেন। 
মেয়েদের অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট
কারণ বর্তমানে মেয়েদের জন্য বাংলাদেশের বিভিন্ন ধরনের অনলাইন শপিং ওয়েবসাইট রয়েছে। যেখান থেকে আপনার ঘরে বসেই পছন্দমত জিনিস অর্ডার করতে পারবেন। পণ্য অর্ডার করলে আপনার বাড়িতে এসে হোম ডেলিভারি দিয়ে যাবে। কত সুযোগ সুবিধা পাওয়া যায় এই অনলাইন শপিং এর মাধ্যমে। এবার চলুন কথা না বাড়িয়ে মেয়েদের অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট গুলো জেনে নেই।
  • ajkerdeal.com
  • nischinto.com
  • J2G Mart
  • janbobd.com
  • amazon.com
  • shopnobari.com
  • ofuronto.com
  • alibaba.com
  • grihobodho.com
  • Daraz.com.bd
আপনার মেয়েরা চাইলে অনলাইন এর মাধ্যমে উপরের ওয়েবসাইটগুলো থেকে পণ্য কিনতে পারেন বা শপিং করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন , বিশেষ করে মেয়েদের জন্য জামা কাপড় তো রয়েছেই। বিভিন্ন উৎসবে নতুন ধরনের কালেকশন পেতে উপরে ওয়েবসাইট গুলো থেকে আপনারা শপিং করতে পারেন।

ছেলেদের অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট

বর্তমানে ছেলেদের জন্য বিভিন্ন ধরনের অনলাইন শপিং ওয়েবসাইট রয়েছে। যেখান থেকে ছেলেরা তাদের নিয়ে পছন্দ মতো জামা কাপড় সহ সকল পণ্য কিনতে পারবে। বিভিন্ন উৎসবে এ অনলাইন শপিংমল গুলো বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকে। এক্ষেত্রে আপনারা ডিসকাউন্টের মাধ্যমে অনলাইনে শপিং করতে পারবেন। 

অনলাইনে মাধ্যমে আপনারা টি-শার্ট , প্যান্ট ,ইলেকট্রনিক্স আইটেম , ব্লেজার,মানিব্যাগ,কোট প্যান্ট, সু,আংটি হেডফোন চার্জার, ফোন ব্যাক কভার,টুপি আতর, পারফিউম, পাঞ্জাবি, জ্যাকেট, হুডি,সানগ্লাস, জিন্স,জুব্বা সহ আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র অনলাইনে ক্রয় করতে পারবেন। আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ছেলেদের অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট গুলো সম্পর্কে।
  • Shwapno
  • Alesha Mart
  • ShopUp
  • Sheba
  • kablewala
  • Kiksha
  • Chaldal
  • shopnobari.com
  • Myntra
  • alibaba.com
  • amazon.com
  • darazbd.com
  • Ajio
  • Limeroad
  • afuronto.com
  • shadmart.
  • Priya shop
  • rokomari.com
  • J2G Mart
  • bikroy
  • shohoz
  • Clickbd
  • The Label life
  • ajkerdeal.com
  • ladiesmarket.com BD
  • foodpanda
  • pathao
  • othoba
এছাড়াও আপনারা উপরের ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্ম পাবেন যেখান থেকে ডিসকাউন্টে বিভিন্ন ধরনের পণ্য অর্ডার করতে পারবেন এবং শপিং করতে পারবেন। তবে একটা কথা মনে রাখা উচিত বর্তমানে অনেকেই অনলাইনের নামে প্রতারণা করে থাকে। বিশেষ করে কেনাকাটার সময়ে তারা বিভিন্ন কম দামের ডিসকাউন্ট দিয়ে প্রতারণা করে। এজন্য আপনাদের অবশ্যই সতর্ক থেকে ভালো অনলাইন প্লাটফর্ম থেকে কেনাকাটা করতে হবে। আমরা উপরের ভালো কিছু অনলাইন শপিং সাইট লিস্ট তুলে ধরেছি। যেগুলো মূলত বর্তমানে খুব জনপ্রিয় অনলাইন শপিং প্লাটফর্ম।

শেষ কথা

প্রিয় পাঠক আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে  বাংলাদেশের সেরা অনলাইন মার্কেট কোনটি ও বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট। আপনার কাছে যদি আজকের এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের আরো তথ্যমূলক আর্টিকেল পড়তে চাইলে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ। আসসালামুয়ালাইকুম

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের ইনফো নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url