সামান্তরিকের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের সূত্র সম্পর্কে জানুন

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানতে আজকের পোস্টটিতে এসেছেন। আমরা অনেক সময় এই সহজ সূত্রগুলো হয় ভুলে গিয়ে থাকি। তবে চিন্তার কোন কারণ নেই আজকের পোস্টটিতে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল ও সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র তুলে ধরার চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন।
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
প্রিয় পাঠক সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সম্পর্কে বিস্তারিত জানতে আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

ভূমিকা

আমাদের অংক করার ক্ষেত্রে অনেক সবাই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দরকার হয়। পরীক্ষাতে সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বললে তখন আমাদের এই সূত্রটি প্রয়োজন হয়। অনেক সময় আমরা এই সূত্রগুলো ভুলে গিয়ে থাকি। তবে চিন্তার কোন কারণ নেই আপনি আমাদের পোস্টটিতে এই সূত্রগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

সামান্তরিক কাকে বলে?

যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় এবং বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়। একটি কোনও সমকোণ নয়। আর এটিকে সামান্তরিক বলা হয়। সামান্তরিক হলো চতুর্ভুজের একটি বিশেষ আকার। সামান্তরিকের কর্ণদ্বয়গুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের বিপরীত কোনগুলোর মান পরস্পর সমান।

সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র

সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই আমাদের আগে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সম্পর্কে জানতে হবে। চলুন আমরা সূত্রগুলো জেনে নেই।
সামান্তরিকের ভূমি a এবং উচ্চতা b হলে,
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা) বর্গ একক
                                     = ab বর্গ একক

সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র

সাধারণত সামান্তরিকের চারটি বাহুর যোগফলকে সামান্তরিকের পরিসীমা বলা হয় অর্থাৎ মূল কথায় বাহুগুলোর যোগফলকে সামান্তরিকের পরিসীমা বলে। সামান্তরিকের যেকোনো দুটি সন্নিত বাহু সম্পর্কে জানা থাকলে পরিসীমা নির্ণয় করা যায়।
ধরি , সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি যথাক্রমে h এবং b
আমরা সকলেই জানি,

সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল।
সামান্তরিকের পরিসীমা হল
d= (h+b+h+b) একক
বা, d = (2h+2b) একক
তাহলে জানা গেল সামান্তরিকের পরিসীমা= 2(h+b) একক

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের ইনফো নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url