লেয়ার মুরগির খাবার তালিকাগুলো ও লেয়ার মুরগির ঔষধের তালিকা জানুন

আপনারা কি লেয়ার মুরগি পালন করতে চান। তাহলে অবশ্যই আপনাকে লেয়ার মুরগির খাবার তালিকা জানতে হবে। কারণ মুরগিকে সঠিক খাদ্য দেওয়ার মাধ্যমেই মুরগি সঠিকভাবে বড় হবে এবং ওজনে বৃদ্ধি হবে। আর এজন্য আপনাদের লেয়ার মুরগির খাবার তালিকা জানা খুবই অবশ্যক। তাই আজকের পোস্টটিতে আমরা আপনাদের সামনে লেয়ার মুরগির খাদ্য তালিকা ও লেয়ার মুরগির ঔষধের তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব।
লেয়ার মুরগির খাদ্য তালিকা - লেয়ার মুরগির ঔষধের তালিকা
লেয়ার মুরগি সম্পর্কিত ও লেয়ার মুরগির খাবার তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তাহলে আপনারা মুরগির ওষুধের তালিকা সম্পর্কে জানতে পারবেন।
পোস্টসূচিপত্রঃ

সূচনা

বর্তমানে খামারিয়া মুরগি পালনের দিকে ঝুকছে। এই মুরগি পালন করে বর্তমানে অনেক ব্যবসায়ী লাভজনক হচ্ছে। আর যদি এই মুরগিটি লেয়ার মুরগি হয়ে থাকে তাহলে অবশ্যই মুরগিকে সঠিক খাদ্য দেয়ার মাধ্যমে মুরগিকে ওজনে বড় করতে হবে। মুরগির ওজন সঠিকভাবে বৃদ্ধি করার জন্য অবশ্যই তাদের প্রোটিন জাতীয় খাবার এর দিকে লক্ষ্য রাখতে হবে। আর এ ধরনের খাবার তৈরি করার জন্য অবশ্যই আপনাদের লেয়ার মুরগির খাবার তালিকা সম্পর্কে জানতে হবে। 

তাহলে আপনি মুরগির জন্য বিভিন্ন খাবারের তালিকা ও পুষ্টি সমৃদ্ধ খাবার তালিকা তৈরি করতে পারবেন। যার ফলে আপনার লেয়ার মুরগি দ্রুত বৃদ্ধি পাবে এবং এর থেকে আপনি লাভজনক অর্থ উপার্জন করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন তাই লেয়ার মুরগি খাদ্য তালিকা সম্পর্কে জানতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন তাহলে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

লেয়ার মুরগির খাবার তালিকা 

লেয়ার মুরগির ওজন বৃদ্ধিতে ও লেয়ার মুরগির ওজন বৃদ্ধির চার্ট হিসেবে আপনাকে অবশ্যই লেয়ার মুরগির খাবার তালিকা গুলো সম্পর্কে জানতে হবে। এর ফলে আপনারা লেয়ার মুরগিকে অতি সহজেই ওজন বৃদ্ধি এবং বড় করতে পারবেন। যার ফলে আপনারা সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন। আপনি যদি লেয়ার মুরগির ব্যবসা করে লাভজনক হতে চান তাহলে অবশ্যই লেয়ার মুরগিকে বিভিন্ন ধরনের উপাদান সমৃদ্ধ পুষ্টিকর খাবার দিতে হবে। চলুন আর কথা না বাড়িয়ে সেই খাবারের তালিকা গুলি এবার জেনে আসি।

লেয়ার মুরগির জন্য সাধারণত খাবারের শ্রেণীবিভাগ পাঁচ ভাগে করা হয়েছে।
  • লেয়ার স্টার্টার খাবার প্রথম সপ্তাহ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত এই খাবার চলবে।
  • লেয়ার গ্রোয়ার খাবার এটি সাধারণত ৭ সপ্তাহ থেকে ১৬ পর্যন্ত।
  • প্রি-লেয়ার খাবার এটি ১৭ সপ্তাহ থেকে ২২ সপ্তাহ পর্যন্ত চলবে।
  • লেয়ার লেয়ার-১ খাবার এটি ২৩ সপ্তাহ থেকে ৬০ সপ্তাহ পর্যন্ত থাকবে।
  • লেয়ার লেয়ার-২ খাবার ৬০ থেকে ৯৫ সপ্তাহ পর্যন্ত।

চলুন আমরা এখন লেয়ার মুরগি খাদ্য তালিকা গুলো কি কি সেগুলো জেনে নেই। নিম্নের লেয়ার মুরগির খাবার তালিকা দেওয়া হল।

স্টার্টার খাদ্যর ক্ষেত্রে লেয়ার মুরগির খাবার তালিকার উপাদানঃ
  • মুরগির খাদ্য তালিকায় প্রথমেই থাকবে ভুট্টা ৫২ কেজি
  • খাদ্য তালিকায় সয়াবিন মিল থাকবে ২৬ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে রাইচ পালিশ ১০ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে সয়াবিন তেল ২০০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে টক্সিন বাইন্ডার ১২৫ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে কোলিন ক্লোরাইড ৬০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে এল-লাইসিন ১০০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ডিএল- মিথিওনিন ১৫০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে প্রিমিক্স ২০০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে সালমোনেলা কিলার ৩০০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ডিসিপি ৩০০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে লবণ ৩০০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ঝিনুক চূর্ণ ২ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে প্রোটিন ৬০% ৭ কেজি
  • তাহলে তৈরি হয়ে গেল লেয়ার মুরগির ১০০ কেজি খাদ্য
গ্রোয়ার খাদ্যর ক্ষেত্রে লেয়ার মুরগির খাবার তালিকার উপাদানঃ
  • মুরগির খাদ্য তালিকায় প্রথমেই থাকবে ভুট্টা ৫৩.৫ কেজি
  • খাদ্য তালিকায় সয়াবিন মিল থাকবে ২৫ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে রাইচ পালিশ ১০ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে সয়াবিন তেল ১৫০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে টক্সিন বাইন্ডার ১৩৫ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে কোলিন ক্লোরাইড ৫০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে এল-লাইসিন ৯০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ডিএল- মিথিওনিন ১৩৫ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে প্রিমিক্স ২৫০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে সালমোনেলা কিলার ২৫০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ডিসিপি ৩০০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে লবণ ২৮০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ঝিনুক চূর্ণ ২.৫ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে প্রোটিন ৬০%  ৬ কেজি
  • তাহলে তৈরি হয়ে গেল গ্রোয়ার খাদ্যর ক্ষেত্রে লেয়ার মুরগির ১০০ কেজি খাদ্য
প্রিলেয়ার খাদ্যর ক্ষেত্রে লেয়ার মুরগির খাবার তালিকার উপাদানঃ
  • মুরগির খাদ্য তালিকায় প্রথমেই থাকবে ভুট্টা ৫৪.৫ কেজি
  • খাদ্য তালিকায় সয়াবিন মিল থাকবে ২২.৫ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে রাইচ পালিশ ১২ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে সয়াবিন তেল প্রয়োজন হবে না
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে টক্সিন বাইন্ডার ১৫০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে কোলিন ক্লোরাইড ৪০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে এল-লাইসিন ৭০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ডিএল- মিথিওনিন ১২০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে প্রিমিক্স ২০০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে সালমোনেলা কিলার ২৫০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ডিসিপি ২৫০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে লবণ ২৫০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ঝিনুক চূর্ণ ৩ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে প্রোটিন ৬০%  ৫ কেজি
  • তাহলে তৈরি হয়ে গেল প্রিলেয়ার খাদ্যর ক্ষেত্রে লেয়ার মুরগির ১০০ কেজি খাদ্য
লেয়ার ১ খাদ্যর ক্ষেত্রে লেয়ার মুরগির খাবার তালিকার উপাদানঃ
  • মুরগির খাদ্য তালিকায় প্রথমেই থাকবে ভুট্টা ৫৫ কেজি
  • খাদ্য তালিকায় সয়াবিন মিল থাকবে ২৩ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে রাইচ পালিশ ৮ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে সয়াবিন তেল ১০০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে টক্সিন বাইন্ডার ১৫০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে কোলিন ক্লোরাইড ৫০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে এল-লাইসিন ৮০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ডিএল- মিথিওনিন ১৩০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে প্রিমিক্স ৩০০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে সালমোনেলা কিলার ৩০০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ডিসিপি ৫০০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে লবণ ২৮০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ঝিনুক চূর্ণ ৮ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে প্রোটিন ৬০%  ৪ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে সোডা  থাকবে ৫০ গ্রাম
  • তাহলে তৈরি হয়ে গেল লেয়ার ১ খাদ্যর ক্ষেত্রে লেয়ার মুরগির ১০০ কেজি খাদ্য
লেয়ার ২ খাদ্যর ক্ষেত্রে লেয়ার মুরগির খাবার তালিকার উপাদানঃ
  • মুরগির খাদ্য তালিকায় প্রথমেই থাকবে ভুট্টা ৫৬ কেজি
  • খাদ্য তালিকায় সয়াবিন মিল থাকবে ২২ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে রাইচ পালিশ ৭.৫ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে সয়াবিন তেল প্রয়োজন হবে না
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে টক্সিন বাইন্ডার ১৫০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে কোলিন ক্লোরাইড ৫০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে সোডা  থাকবে ৭৫ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে এল-লাইসিন ৬০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ডিএল- মিথিওনিন ১২৫ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে প্রিমিক্স ৩০০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে সালমোনেলা কিলার ৩২০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ডিসিপি ৫০০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে লবণ ২৮০ গ্রাম
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে ঝিনুক চূর্ণ ১০ কেজি
  • খাদ্য তালিকায় উপাদান হিসেবে থাকবে প্রোটিন ৬০%  ৩ কেজি
  • তাহলে তৈরি হয়ে গেল লেয়ার ২ খাদ্যর ক্ষেত্রে লেয়ার মুরগির ১০০ কেজি খাদ্য
আশা করছি আপনারা এতক্ষণে লেয়ার মুরগির সকল ধরনের খাবার তালিকা গুলো জানতে পারলেন। এগুলো অবশ্যই বিভিন্ন আবহাওয়ায় পরিবর্তনযোগ্য। তবে পরিমাপগুলো সঠিকভাবে দেখে খাদ্য তালিকা তৈরি করবেন এবং মুরগির জন্য খাবার তৈরি করবেন। আর উপরের দেওয়া প্রিমিক্স , টক্সিন বাইন্ডার , কোলিন ক্লোরাইড ,সালমোনেলা কিলার ইত্যাদি সহজেগুলো উপাদান রয়েছে ওই উপাদানগুলো যে যে কোম্পানির সেই কোম্পানির নির্দেশনা মোতাবেক নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে।

লেয়ার মুরগির ঔষধের তালিকা

আপনারা অনেকেই লেয়ার মুরগির ঔষধের তালিকা গুলো জানতে চান। অর্থাৎ মুরগিকে রোগ মুক্ত রাখতে কি কি ওষুধ ব্যবহার করবেন তার তালিকা জানতে চান। তাদের জন্য আমরা এখন লেয়ার মুরগির ওষুধের তালিকা অর্থাৎ লেয়ার মুরগির ভ্যাকসিনের তালিকা গুলো সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব।
  • লেয়ার মুরগিকে সপ্তাহে একদিন বিকালে ক্যালসিয়াম দিতে হবে এক লিটার পানিতে এক মিলি ব্যবহার করবেন।
  • আর জিংক দিবেন সপ্তাহে দুই দিন পর পর সকালে এক লিটার পানিতে এক মিলি দিবেন।
  • ই-সেল আর এটি সপ্তাহে একদিন সকালের পানিতে ব্যবহার করবেন। এখানে ২ লিটার পানিতে ১ মিলি ব্যবহার করবেন।
  • লিভার টনিক এটিও আপনি সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন তাও সকালের পানিতে দুই লিটার পানিতে এক মিলি ব্যবহার করবেন।
  • এডি৩ই এটি সপ্তাহে কমপক্ষে দুইদিন পরপর সকালের এক লিটার পানিতে ১ মিলি ব্যবহার করবে।
তাহলে আশা করছি আপনারা লেয়ার মুরগির ওষুধের তালিকা গুলো জানতে পেরেছেন। এখন এই ওষুধের তালিকা গুলো মেনে সঠিকভাবে মুরগিকে খাওয়াবেন।

লেয়ার লেয়ার ১ ফিডের দাম ২০২৪

আপনাদের মধ্যে অনেকে যারা আছেন মুরগির জন্য লেয়ার লেয়ার ১ ফিডের দাম সম্পর্কে জানতে চান। এসব ফিড খাওয়ালে মুরগি সাধারণত দ্রুত মোটাতাজা হয়ে ওঠে এবং ওজন বৃদ্ধি পায়। তাছাড়া মুরগিগুলো খেতে খুবই পছন্দ করে থাকে। আপনি যদি লেয়ার লেয়ার ১ ফিড কিনতে চান তাহলে এর দাম পড়বে ২৯০০ টাকা থেকে শুরু করে ৩১০০ টাকা পর্যন্ত। আর এটি সাধারণত ৫০ কেজির বস্তায় থাকে অর্থাৎ এটি ৫০ কেজি থাকে। আপনার এই এগুলো বিভিন্ন কৃষি খামারে এবং পশু পাখির দোকানে পেয়ে যাবেন। তাছাড়া সরকারিভাবে কৃষি অধিদপ্তরে পেতে পারেন। আর এগুলো সাধারণত অনলাইনে পাওয়া যায়।

লেয়ার মুরগি কত দিনে ডিম দেয়

আপনার কি জানেন লেয়ার মুরগি কত দিনে ডিম দেয়। আপনার অনেকেই লেয়ার মুরগির লালন পালন করে থাকেন অর্থাৎ খামারে লেয়ার মুরগি পালন করে থাকেন। বিশেষ করে যারা ডিমের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে লেয়ার মুরগি কত দিনে ডিম দেয় এ সম্পর্কে জানে খুবই গুরুত্বপূর্ণ। লেয়ার মুরগি সাধারণত ১৮ থেকে ২০ সপ্তাহ বয়স থেকে ডিম দেওয়া শুরু করে।

তাছাড়া ওই মুরগিটি টানা ডিম দিতে থাকলে কমপক্ষে ৯০ থেকে ১০০ ১০০ সপ্তাহ টানা ডিম দিয়ে থাকে। এরপর থেকে লেয়ার মুরগি ডিম দেওয়ার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। তবে হাইব্রিড লেয়ার সাধারণত ডিম দেয়ার জন্য বিখ্যাত বছরের প্রায় ৩৫০টিরও বেশি ডিম দিতে সক্ষম। তাই আপনারা যদি ডিমের জন্য মুরগি খুঁজে থাকেন তাহলে অবশ্যই হাইবিড লেয়ার মুরগি নির্বাচন করতে পারেন।

ডিমপাড়া লেয়ার মুরগির ঔষধের তালিকা

আপনার অনেকেই ডিমপাড়া লেয়ার মুরগির ঔষধের তালিকা তালিকা সম্পর্কে জানতে চান। আপনাদের প্লেয়ার মুরগি যদি ডিম পাড়া শুরু করে তখন লেয়ার মুরগিকে কি কি ওষুধ দেবেন তার তালিকা অবশ্যই জানতে হবে। আর এজন্য আমরা এই পোষ্টের এই অংশে ডিমপাড়া লেয়ার মুরগির ঔষধের তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন তালিকা গুলো জেনে নেই নিম্নের ছবি অনুযায়ী।
আশা করছি আপনারা উপরের ছবি দেখে অবশ্যই বুঝে গেছেন লেয়ার মুরগি ডিম পাড়তে থাকলে তখন কি কি ওষুধ দিবেন তার তালিকা জেনে গেছেন।

শেষ কথা

আশা করছি প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা এতক্ষণে লেয়ার মুরগির খাবার তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে গেছেন। তাছাড়া ও লেয়ার মুরগিকে রোগ মুক্ত রাখতে কি কি ওষুধ ব্যবহার করবেন অর্থাৎ লেয়ার মুরগির ঔষধের তালিকা গুলো জেনে গেলেন। আপনি যদি লেয়ার মুরগি পালন করে লাভজনক ব্যবসা করতে চান তাহলে অবশ্যই লেয়ার মুরগিকে সঠিকভাবে খাবার দিতে হবে। লেয়ার মুরগিকে ওজনে বৃদ্ধি করার জন্য প্রোটিন জাতীয় খাবার দেওয়া উচিত। 

তাছাড়াও লেয়ার মুরগির দ্রুত মোটাতাজা করতে বিভিন্ন ধরনের ফিড রয়েছে সেগুলো খাওয়াতে পারেন। তবে ফিডগুলো সাধারণত বিভিন্ন কোম্পানির হয়ে থাকে আপনি যে কোম্পানির কিনবেন সেই কোম্পানির নিয়ম অনুযায়ী খাওয়াবেন। আশা করছি বুঝতে পেরেছেন। লেয়ার মুরগির সম্পর্কিত অন্যদের তথ্য জানাতে পোস্টে শেয়ার করুন। আর এমন ধরনের তথ্য জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের ইনফো নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url