বুয়েটে কি মেয়েরা পড়ে - বুয়েটের সেরা সাবজেক্ট কোনটি

প্রিয় পাঠক, বুয়েটের সেরা সাবজেক্ট কোনটি আমরা সেই বিষয়ে অনেকেই তেমন একটা জানি না। তাই আমাদেরকে এখানে পড়ার আগে অবশ্যই আমাদের সেই বিষয়ে জানতে হবে। আপনি যদি এই বিষয়ে জানতে চেয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ আজকের এই সম্পূর্ণ আর্টিকেলে আমরা বুয়েটের সেরা সাবজেক্ট কোনটি এবং বুয়েটে কি মেয়েরা পড়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
বুয়েটের সেরা সাবজেক্ট কোনটি
বুয়েট এমন একটি জায়গা এখানে প্রায় সকলেই পড়ার জন্য আগ্রহি হয়ে থাকেন। বুয়েট হলো বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে প্রাথমিক শিক্ষার পাশাপাশি হাতের কাজ ও শিখানো হয়ে থাকে।

ভূমিকা

বাংলাদেশের সবথেকে সনামধন্য একটি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। যা সংক্ষেপে বুয়েট নামে পরিচিত। আর এখানে বাংলাদেশের প্রায় সকল বিজ্ঞানবিভাগের শিক্ষার্থী ভালো ও সেরা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চায়। আর তাই তারা সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করে। যেন তারা তাদের এই স্বপ্নটি পূরণ করতে পারে। দেশের একটি কাজে অবদান রাখতে পারে।

আপনি যদি আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে থাকেন তাহলে আপনি বুয়েটে পড়ার খরচ কত, বুয়েটে পড়লে কি হওয়া যায়, বুয়েটের মোট সিট সংখ্যা সহ আরো অনেক বিস্তারিত আলোচনা জানতে পারবেন। তাহলে আর দেরি কেনো চলুন বিস্তারিত মূল আলোচনায় যাওয়া যাক।

বুয়েটের মোট সিট সংখ্যা

বুয়েটে ভর্তি হওয়ার জন্য আমাদের তার পূর্বে এর সিট সংখ্যা কতটি রয়েছে সেই বিষয়ে জানতে হবে। তার কারণ হলো যদি আমরা কোন বিষয়ে কতটি সিট রয়েছে সেই বিষয়েই না জানি তাহলে আমরা ভালোভাবে বুঝে শুনে আবেদন করতে পারবো না। তাই আমাদের এই বিষয়ে জানতে হবে। তাহলে চলুন এখন আমরা এই বিষয়ে জেনে নেই।

বুয়েট হলো একটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এর পুরো নাম হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। যাকে সংক্ষেপে বুয়েট বলা হয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়টি যখন প্রতিষ্টিত হয় তখন এর নাম ছিলো ঢাকা সার্ভে স্কুল। তার পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় আহসানউল্লাহ স্কুল অব ইঞ্জিনিয়ারিং।

এরপর বাংলাদেশ সাধীনতা অর্জনের পরে এর নামকরণ করা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের রাজধানী ঢাকার পলাশী এলাকায় অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে ৫ টি অনুষদ। আর এই ৫ টি অনুষদের জন্য রয়েছে ১৮টি বিভাগ। সেই বিভাগ গুলি হলোঃ
  • Engineering
  • Civil Engineering
  • Mechanical Engineering
  • Architecture and Planning
  • Faculty of Electrical and Electronic Engineering
এইখানে বিভিন্ন বিষয়ে পড়ার জন্য আলাদাভাবে সিট বরাদ্দ করা রয়েছে। এখানে মোট আসন সংখ্যা রয়েছে ১২১৫ টি। তবে বিভিন্ন বিষয়ের জন্য বিসভিন্ন ধরণের সিট রয়েছে এখানে। নিচে সেই সকল বিষয়ের কোন সাবজেক্টে কতটি সিট রয়েছে সেগুলো আলোচনা করা হলো।
  • Biomedical Engineering সাজেক্টের জন্য সিট সংখ্যা বরাদ্দ রয়েছে ৩০ টি।
  • Urban and Regional Planning সাজেক্টের জন্য সিট সংখ্যা বরাদ্দ রয়েছে ৩০ টি।
  • Industrial and Production Engineering সাজেক্টের জন্য সিট সংখ্যা বরাদ্দ রয়েছে ৩০ টি।
  • Water Resources Engineering সাজেক্টের জন্য সিট সংখ্যা বরাদ্দ রয়েছে ৩০ টি।
  • Material and Metallurgical Engineering সাজেক্টের জন্য সিট সংখ্যা বরাদ্দ রয়েছে ৫০ টি।
  • Architecture সাজেক্টের জন্য সিট সংখ্যা বরাদ্দ রয়েছে ৫৫ টি।
  • Naval Architecture and Marine Engineering সাজেক্টের জন্য সিট সংখ্যা বরাদ্দ রয়েছে ৫৫ টি।
  • Chemical Engineering সাজেক্টের জন্য সিট সংখ্যা বরাদ্দ রয়েছে ৬০ টি।
  • Computer Science and Engineering সাজেক্টের জন্য সিট সংখ্যা বরাদ্দ রয়েছে ১২০ টি।
  • Mechanical Engineering সাজেক্টের জন্য সিট সংখ্যা বরাদ্দ রয়েছে ১৮০ টি।
  • Electrical and Electronic Engineering সাজেক্টের জন্য সিট সংখ্যা বরাদ্দ রয়েছে ১৯৫ টি।
  • Civil Engineering সাজেক্টের জন্য সিট সংখ্যা বরাদ্দ রয়েছে ১৯৫ টি।

বুয়েটে পড়ার খরচ

ইতিপূর্বে আমরা বুয়েটের কোন বিষয়ে পড়ার জন্য কতটি সাবজেক্ট রয়েছে সেই বিষয়ে জানলাম। সকল বিষয় জানার পরে এখানে পড়তে কত টাকা খরচ হতে পারে সেটি আমাদের সকলেরই প্রশ্ন থাকে। তাই এই বিষয়ে এখন আমরা জানবো। আশা করছি আপনি সম্পূর্ণ পোস্টটি পড়লে বিষয়টি সম্পর্কে বুঝতে পারবেন।

বুয়েট হলো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। তাই এখানে খুব একটা তেমন বেশি খরচ হয় না। কারণ এখানে বিশ্বিদ্যালয়ে নিজিস্ব ছাত্র হল রয়েছে। তাই এখানে বারতি কোথাও থাকার তেমন একটা খরচ করতে হয় না। এখনে হলে থাকলে খুব অল্প পরিমাণে খরচেই হয়ে যায়।
আবার এখানে থাকার পাশাপাশি রয়েচে খাবার জন্য স্থান। সেখানে খুব অল্প পরিমাণে টাকা দিইয়ে প্রতিদিন খাবার খাওয়ার সুব্যাবস্থা রয়েছে। তাই এখানে পড়তে খুব একটা বেশি টাকা লাগে না। তবে ধরে রাখুন আপনার খরচ মাসিক ১০ হাজার টাকা থেকে ২০ হাজার তাকা লাগতে পারে। আর বেশির পক্ষে কোন সিমা নেই।

বুয়েটে কি মেয়েরা পড়ে

বুয়েটে মেয়েরাও পড়তে চান। তাই তাদের জানার আগ্রহ থাকে এখানে কি মেয়েরা পড়তে পারবে কি না। আজকের এখান থেকে আপনি এই বিষয়ে একটি ক্লিয়ার ধারণা পাবেন আশা করছি। কারণ এই বিষয়ে আপনাদেরকে খুব ভালো ভাবে বুঝানো। তাই অন্য কোথাও খুজাখুঁজি না করে মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

বুয়েটে মেয়েদের পড়ার বিষয়ে বলতে গেলে এখন বাংলাদেশের সকল জায়গাতেই মেয়েদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ বাংলাদেশে ছেলেদের যেমন যেমন পড়াশোনা করার অধিকার রয়েছে, ঠিক তেমনি মেয়েদের ও পড়াশোনা করার অধিকার রয়েছে। আপনি যদি এই বিষয়ে চিন্তা করতে চান তাহলে দেখবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন একজন মেয়ে।

তাই তিনি সবখানে মেয়েদের অগ্রাধিকার দিয়ে দিয়েছেন। আরও একটা কথা আপনাদেরকে পরিষ্কার ভাবে মনে রাখতে হবে যে, বুয়েটের যে প্রথম তিনজন শিক্ষার্থী ছিল তারা তিনজনে ছিল নারী। তৎকালীন সেই সময়ে বুয়েটের নাম ছিল পাকিস্তান প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (ইপুয়েট)। তখন মেয়েদের সংখ্যা অনেক কম ছিল বিধায় মেয়েদেরকে সেই সময়ে বুয়েটে ভর্তি নেওয়া হত না।

ইপুয়েট এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর তার নাম বুয়েট রাখা হয়। তারপর পরবর্তীতে এখানে সকল ছেলে মেয়েদের পড়াশোনার অগ্রাধিকার দেওয়া হয়। যা এখনো চলমান রয়েছে। আশা করছি আপনি উক্ত বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন।

বুয়েট সাবজেক্ট লিস্ট

বুয়েটে পড়ার জন্য অনেক সাবজেক্ট। তাই এখানে বিভিন্ন ধরণের সাবজেক্টে বিভিন্ন ছেলে মেয়ে পড়তে পারে। আপনি যদি বুয়েটে কি কি সাবজেক্ট রয়েছে এই বিষয়ে না জেনে থাকেন তাহলে চলুন এখনই জেনে নেই। কারণ এখানে ভর্তি হতে হলে আমাদের এ সকল সাবজেক্টের নাম জানতে হবে। তাহলেই ভালো করে সাবজেক্ট চয়েস দিয়ে ভর্তি হতে পারবো।

এখানে পড়ার জন্য রয়েছে ৫টি ফ্যাকাল্টি। আবার এই সকল ফ্যাকাল্টির ভেতরে আবার সকল সাবজেক্ট বিভক্ত করা রয়েছে। তাহলে চলুন এখন আমরা প্রথমে এই সকল ফ্যাকাল্টির নাম জেনে নেই। আর তার পরবর্তীতে আমরা সকল ফ্যাকাল্টিতে কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো জানবো।

বুয়েটের সকল ফ্যাকাল্টিগুলো হলোঃ
  • Faculty of Engineering
  • Faculty of Mechanical Engineering
  • Faculty of Architecture and Planning
  • Faculty of Civil Engineering
  • Faculty of Electrical and Electronic Engineering
এই সকল ফ্যাকাল্টিগুলোর জন্য আলাদা আলাদা করে সাবজেক্ট রয়েছে। সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো।

Faculty of Engineering এই ফ্যাকাল্টির অধিনে সাবজেক্টগুলো হলো
  • Department of Physics (Phys)
  • Department of Chemistry (Chem)
  • Department of Mathematics (Math)
  • Department of Chemical Engineering (ChE)
  • Department of Glass and Ceramic Engineering (GCE)
  • Department of Materials and Metallurgical Engineering (MME)
  • Department of Petroleum and Mineral Resources Engineering (PMRE)
Faculty of Mechanical Engineering এই ফ্যাকাল্টির অধিনে সাবজেক্টগুলো হলোঃ
  • Department of Naval Architecture and Marine Engineering (NAME)
  • Department of Industrial and Production Engineering (IPE)
  • Department of Mechanical Engineering (ME)
Faculty of Architecture and Planning এই ফ্যাকাল্টির অধিনে সাবজেক্টগুলো হলোঃ
  • Department of Humanities (Hum)
  • Department of Architecture (Arch)
  • Department of Urban and Regional Planning (URP)
Faculty of Civil Engineering এই ফ্যাকাল্টির অধিনে সাবজেক্টগুলো হলোঃ
  • Department of Civil Engineering (CE)
  • Department of Water Resources Engineering (WRE)
Faculty of Electrical and Electronic Engineering এই ফ্যাকাল্টির অধিনে সাবজেক্টগুলো হলোঃ
  • Department of Biomedical Engineering (BME)
  • Department of Computer Science and Engineering (CSE)
  • Department of Electrical and Electronic Engineering (EEE)

বুয়েটের সেরা সাবজেক্ট কোনটি

ইতিপূর্বে আমরা বুয়েটে সকল সাবজেক্টের নাম জানতে পারলাম। এখান থেকে সেরা সাবজেক্ট রয়েছে অনেকগুলো। সেখান থেকে সকলেই তার পছন্দের সাবজেক্ট বেছে নিয়ে পড়াশোনা করেন। বুয়েটের কিছু সেরা সাবজেক্টের নাম নিচে উল্লেখ করা হলো।
  • Department of Computer Science and Engineering (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ)
  • Department of Electrical and Electronic Techniques (EEE) (তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল বিভাগ)
  • Department of Computer Science and Engineering (CSE)
  • Department of Architecture (Arch)
  • Department of Physics (Phys)
এই সকল বিষয়কে বুয়েটের সেরা সাবজেক্ট বলা হয়। তবে এখানে উল্লেখযোগ্য যে, সেরা সাবজেক্ট নির্ভর করে সকলের পছন্দের ওপর। একজনের কাছে যেই বিষয় পছন্দ না সেটা আপনার কাছেও পছন্দ হতে পারে। তখন সেটিই হবে আপনার জন্য সেরা সাবজেক্ট। তাই বলা যায় এখানে সেরা সাবজেক্ট নির্ভর করে নিজের পছন্দের ওপর।

বুয়েট সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা

প্রশ্নঃ বুয়েটে পড়তে কত বছর লাগে?
উত্তরঃ বুয়েটে আর্কিটেকচারে পড়তে ৫ বছরের মতো সময় লেগে যায়।

প্রশ্নঃ বুয়েট এর পূর্ণরূপ কি?
উত্তরঃ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রশ্নঃ বুয়েট কি ঢাকা কলেজের অধিভুক্ত ছিল?
উত্তরঃ শুরুতে এই বিশ্ববিদ্যালয়টি ঢাকা কলেজের সাথে সংযুক্ত ছিল। পরবর্তীতে এটি জনশিক্ষা পরিচালকের অধীনে পরিচালিত হতে থাকে।

প্রশ্নঃ বিশ্বে বুয়েটের অবস্থান কত?
উত্তরঃ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং 2023 - এর বুয়েট সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮০১ - ১০০০ নম্বরে রয়েছে।

প্রশ্নঃ বুয়েট পাশ করতে কত বছর লাগে?
উত্তরঃ বুয়েট পাশ করতে প্রায় ৪.৫ বছর বছর সময় লাগে।

প্রশ্নঃ বুয়েট এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ বুয়েট এর প্রতিষ্ঠাতা হলেন এম এ রশীদ।

প্রশ্নঃ বুয়েটে কত মার্ক লাগে?
উত্তরঃ বুয়েটে ভর্তি হওয়ার জন্য পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ৪০০ নম্বরের মধ্যে অন্তত ৩৭২ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে

প্রশ্নঃ বুয়েট এর অর্থ কি?
উত্তরঃ বুয়েট এর বাংলা অর্থ হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি।

লেখকের মন্তব্য

আজকে আমাদের এই আর্টিকেলের প্রধান আলোচনার বিষয় ছিলো বুয়েটের সেরা সাবজেক্ট কোনটি এবং বুয়েট সাবজেক্ট লিস্ট সম্পর্কে। আশা করছি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পরে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। এই রকম তথ্য বহুল আর্টিকেল প্রতিদিন পড়তে আমাদের সাথেই থাকুন। আর সবার আগে আমাদের পোস্ট পড়তে গুগল নিউজে ফলো করে রাখুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের ইনফো নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url