এসইও কি ও কত প্রকার - এসইও শিখতে কত দিন লাগে
অথবা সে ভিউ পাওয়ার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবে ।তাহলে চলুন আমরা এই পোস্টটিতে এসইও সম্পর্কে বিস্তারিত জানব এবং যারা প্রশ্ন করেন এসইও করে আয় করার উপায় কি? এবং এসইও শিখতে কতদিন সময় লাগে?
সূচিপত্রঃ
এসইও কি এবং কত প্রকার
এসইও হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ কিছু নির্দিষ্ট উপায় সার্চ ইঞ্জিনের নিয়ম মেনে কোন ওয়েবসাইটকে গুগলের পেজে সামনের দিকে নিয়ে আসা । এসইও মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হল অফ পেজ এসইও ,আরেকটা হল অনপেজ এসইও ।
অনপেজ এসইও বলতে বোঝায় ওয়েবসাইট এর ভেতরে যে স্বভাব এসইও করা হয় সেগুলো কে বোঝায় এবং অফপেজ এসইও বলতে ওয়েবসাইটের বাইরে যে সমস্ত কাজ হয়ে থাকে সেগুলো কে বোঝানো হয়।
এসইও করে আয় করার উপায়
এবার চলুন আমরা এসইও করে কিভাবে আয় করতে পারবেন এবং এসইও করে আয় করার উপায় গুলো জেনে নেই।এসইও করার মাধ্যমে আপনি অনেক ভাবে কাজ করতে পারেন ,সেগুলোর মধ্য থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কাজ সম্পর্কে বলছি-
১.লোকাল এসইও এর কাজ করে
লোকাল এসইও এ কাজ করে আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন ।যেমন ধরেন আপনার আশেপাশে অনেকেই বিজনেস আছে বা ব্যবসা আছে ,রেস্টুরেন্ট আছে। তাদের প্রত্যেকের একটি করে ওয়েবসাইট আছে এবং তাদের প্রত্যেকেরই প্রয়োজন মার্কেটিং ।সুতরাং আপনি তাদের কাছে নিজে গিয়ে আপনার সার্ভিসটি অফার করতে পারেন ।
যেমন আপনার ওয়েবসাইটটি আমি এভাবে সবার কাছে পৌঁছে দেবো ।এভাবে আপনি প্রচুর পরিমাণে ক্রেতা বা ভিজিটর পাবেন এতে আপনি লাভবান হবেন ।আপনাকে নির্দিষ্ট এমাউন্টের কিছু টাকা পেমেন্ট করতে হবে এভাবে আপনি এসইও করে আয় করতে পারেন।
২. মার্কেটপ্লেসে কাজ করার মাধ্যমে
আপনি যদি একজন ভাল মানের এসইও এক্সপার্ট হন তবে আপনার জন্য প্রচুর মার্কেটপ্লেস রয়েছে। যেগুলোতে আপনি ঘরে বসে আপনার সার্ভিসটি অন্যের কাছে বিক্রি করতে পারবেন ।বা আপনি এসইও সার্ভিস দিতে পারবেন ,এতে করে আপনাকে সেই মার্কেটপ্লেসগুলোতে আপনার সার্ভিসটি সাজিয়ে বিক্রি করতে হবে ।এবং ক্লায়েন্টদের সাথে কথা বলে তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে হবে, এতে করে আপনি মাসে লাখ টাকারও বেশি আয় করতে পারবেন।
৩. নিজের ওয়েবসাইট তৈরি করে
আপনি যদি এসইও ভালোমতো জেনে থাকেন তাহলে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেটি হতে পারে সার্ভিস রিলেটেড, ব্লগিং সাইট বা টুল সাইট। ওয়েবসাইট তৈরি করে প্রতিদিন কনটেন্ট আপলোড এর মাধ্যমে এবং এসইও করে সার্চ ইঞ্জিন সামনে নিয়ে আসতে পারবেন ।সেখান থেকে অনেক বেশি ভিজিটর পেলে আপনি গুগল এডসেন্সের মাধ্যমে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন ।অথবা আপনি সাইটটি বেশি দামে বিক্রি করতে পারবেন।
৪. ইউটিউব চ্যানেল খুলতে পারেন
ইউটিউব চ্যানেল খুলে আপনি বিভিন্ন কনটেন্ট আপলোড করে সেগুলো এসইও করে ভিউ বাড়াতে পারেন ।এতে করে আপনার যত বেশি ভিজিটর হবে ইউটিউব আপনাকে ততবেশি টাকা ইনকামের সুযোগ করে দেবে। এছাড়া অন্যের ইউটিউব চ্যানেল এসইও করে আয় করতে পারবেন ।বর্তমানে টিউবের চাহিদা বেশি সুতরাং এসইও জানলে আপনিও মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন।
এসইও শিখতে কত দিন লাগে
আমাদের কোন কিছু শেখার আগেই সেটি কমপ্লিট করতে কতদিন সময় লাগে কি জানো খুব আগ্রহ থাকে ।ঠিক তেমনটাই আপনাদের মনে প্রশ্ন আসে এসইও শিখতে কত দিন লাগে? আসলে এসইও শিখতে কত দিন লাগে এটা নির্ভর করবে আপনার শেখার উপায় ।আপনি কতটুকু টাইম দিতে পারবেন এর ওপর। তবে সম্ভবত ৪-৫ মাস লাগতে পারে ,আপনি পুরোপুরি কোর্স কমপ্লিট করতে।
এছাড়া যেকোনো স্কিল এর পারদর্শিতা অর্জন করতে অনেক সময় প্রয়োজন হয় । এসইও যেহেতু সার্চ ইঞ্জিন এর নিয়মকানুন মেনে করতে হয় তাই এর পরিবর্তন তোমার সাথে হতে থাকে ।তাই আপনাকেও গুগলের অ্যালগোরিদমের সাথে আপডেট নীতিমালা সম্পর্কে জানতে হবে।
আরো পড়ুন: অনলাইনে ইনকাম করার উপায়- ১০ টি উপায়ে অনলাইন ইনকাম করুন
এসইও যেহেতু বর্তমানে জনপ্রিয় একটি বিষয় ,সুতরাং সবাই একটি নিয়ে শিখতে আগ্রহী হচ্ছে এবং প্রতিদ্বন্দ্বিতা দিন দিন বেড়ে চলেছে ।সুতরাং আপনাকে এসইও করে আয় করার জন্য দিকে আরো দক্ষ করে তুলতে হবে ।তবে; আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। সুতরাং এসইও নিয়ে কোন প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ।আপনাদের সঠিক উত্তরটি দেয়ার চেষ্টা করব ধন্যবাদ।