Fiverr gig rank কিভাবে করে - ফাইবারে গিগ রেংকিং এর নিয়ম
প্রিয় পাঠক আপনারা কি Fiverr gig rank কিভাবে করে-ফাইবারে গিগ রেংকিং এর নিয়ম সম্পর্কে জানতে চান। পোস্টটিতে আমরা ফাইবার সম্পর্কিত সকল কিছু আলোচনা করব।
বর্তমানে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে ফাইবার মার্কেটপ্লেস খুব জনপ্রিয় এবং এই মার্কেটপ্লেস থেকে ভালোমতো ইনকাম করা সম্ভব।তবে আপনার গিগ ভালোমতো র্যাঙ্কিং না হলে আপনার কাজ পেতে অনেকটা কঠিন হয়ে পড়বে।তাই অনেকেই Fiverr gig rank নিয়ে ভালো না জানার কারণে ফাইবার থেকে আশা অনুযায়ী কাজ পায়না তাই ফাইবারে গিগ র্যাঙ্কিং এর জন্য গিগ এসইও (SEO) করতে হয়।
ফাইবার গিগ র্যাঙ্কিং এর কিছু নিয়ম ফলো করলে আপনার গিগ টি ও ফাইবারে প্রথম পেজে চলে আসবে।সুতরাং আপনিও কিছু টিপস ও ট্রিকস ফলো করলে ফাইবার থেকে অনেক বেশি পরিমাণে অর্ডার পেতে পারেন এবং অনেক বেশি অর্থ উপার্জন করতে পারেন তাহলে চলুন জানা যাক Fiverr gig rank এর নিয়ম-
Fiverr gig rank কেন প্রয়োজন
আমরা অনেকেই কোন বিষয়ে কাজ জানার পরেও কাঙ্খিত ফল পায় না মার্কেটপ্লেস গুলোতে বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করেন।যেমন আপনাদের একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি; ধরুন আপনি যদি কাউকে দিয়ে কোন কাজ করাতে চান তাহলে আপনি অবশ্যই প্রথমে যে সার্ভিসটি নিতে চাচ্ছেন সেটি নিয়ে গুগলে অথবা যেকোনো মার্কেটপ্লেসে সার্চ দিবেন এবং সার্চ দেওয়ার পরে অবশ্যই আপনি আপনার সামনে আসা প্রথম পেজটিতে ভালো মত ফোকাস করবেন এবং চেষ্টা করবেন সেই প্রথম পেজ থেকেই যেন আপনি কাউকে দিয়ে আপনার কাজটি করতে পারেন।
সেই জন্যই যাদের গিগ প্রথমের দিকে থাকে তারাই অধিকাংশ কাজ পেয়ে থাকেন। সুতরাং বেশি বেশি কাজপাওয়ার জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যেন ফাইবারের প্রথম কয়েকটা পেজ এর মধ্যেই আপনার গিগটির অবস্থান হয় সুতরাং ঠিক এই কারনেই আমাদের ফাইবারে গিগ র্যাঙ্কিং এর প্রয়োজন হয়।
এখন আপনাদের যে সকল টিপস ও ট্রিকস ফলো করতে হবে ফাইবারের প্রথম পেজে আসার জন্য বা Fiverr gig rank এর জন্য চলুন সেই ফাইবারে গিগ র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করি-
ফাইবার গিগ র্যাঙ্কিং ফ্যাক্টর এবং যে সকল বিষয় লক্ষ রাখতে হবে
- গিগ টাইটেল অবশ্যই আকর্ষণীয় হতে হবে
- গিগ ডেসক্রিপশন সুন্দর এবং স্পষ্ট হতে হবে
- থাম্বনেল বা গিগ ইমেজ স্পষ্ট এবং আকর্ষণীয় হতে হবে
- ফোকাস কিওয়ার্ড সুন্দরভাবে কয়েকটি জায়গায় উল্লেখ করতে হবে
প্রথমেই আপনাকে যেটি করতে হবে সেটি হল আপনি যে বিষয়ে বা যে সার্ভিসটি সম্পর্কে আপনার গিগ তৈরি করতে চাচ্ছেন সেই সম্পর্কে আপনাকে আগে মার্কেটপ্লেসে থাকা কিছুসংখ্যক গিগ রিসার্চ করতে হবে,যাতে করে আপনি একটি স্পষ্ট ধারণা পান বা বুঝতে পারেন কিভাবে আপনার গিগ সাজাতে হবে।
গিগ টাইটেল(gig title) কেমন হওয়া উচিত
বায়ারকে আকৃষ্ট করতে গিগ টাইটেল গুরুত্বপূর্ণ একটি বিষয়।আপনার গিগ টাইটেল যদি স্পষ্ট বা আকর্ষণীয় হয় তবে বায়ার আপনাকে সেটি দেখে আপনার প্রোফাইল ভিজিট করবে অথবা আপনার সম্পূর্ণ গিগ টির ভেতরে ঢুকে তার কাঙ্ক্ষিত সার্ভিসটি খুজবেন।
আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার গিগ টাইটেল এর মধ্যে যেন আপনার ফোকাস মেইন কিওয়ার্ড টা থাকে এবং টাইটেলে সর্বোচ্চ 10 থেকে 12 ওয়ার্ডের মধ্যে লিখতে চেষ্টা করবেন এতে করে আপনার টাইটেল টি অনেক সুন্দর এবং খুবই আকর্ষণীয় হবে একটি বায়ারের কাছে।
গিগ ডেসক্রিপশন(gig description) কিভাবে লিখবেন
ডেসক্রিপশন হলো আপনার গিগ এর মধ্যে থাকা আপনার সার্ভিস এর বিস্তারিত বিষয়বস্তু।যেটা বায়ারকে আপনার সার্ভিস সম্পর্কে স্বচ্ছ ধারণা দিবে।আপনাকে অবশ্যই আপনার গিগ ডেসক্রিপশন খুব সুন্দর ভাবে নিজের ভাষায় লিখতে হবে যাতে করে বায়ার বুঝতে পারে আপনি যে সার্ভিসটি প্রদান করতে চাচ্ছেন সেটি তার কাঙ্খিত সার্ভিস।
আপনি যখন ডেসক্রিপশন তৈরি করবেন তখন আপনাকে যেসব বিষয়ের ওপর লক্ষ রাখতে হবে সেগুলো হলো:-
- প্রথমে আপনি খুব সুন্দর ভাবে সার্ভিসটি সম্পর্কে ব্যাখ্যা করবেন
- আপনার সার্ভিস এ কি কি থাকবে সেটি পয়েন্ট আকারে উল্লেখ করবেন এবং
- একটি বায়ার কেন আপনার সার্ভিসটি ক্রয় করবে সে সম্পর্কে তাকে বুঝিয়ে লিখবেন
- অবশ্যই আপনার ডেসক্রিপশনেও ফোকাস কিওয়ার্ড গিগ র্যাঙ্কিং এর জন্য রাখতে হবে
- মনে রাখবেন ফোকাস কিওয়ার্ড টি যেন 3-4 বারের বেশি ডেসক্রিপশন এ ব্যবহৃত না হয়
গিগ থাম্বনেল ইমেজ(gig image) তৈরি করার নিয়ম
গিগ কে আকর্ষণীও করে তুলতে অবশ্যই গিগ ইমেজ এমন ভাবে তৈরি করেতে হবে যেন গিগ দেখে বায়ার গিগ এ ঢুকে পরেন।গিগ ইমেজ এর জন্য 550*370px ইমেজ রেশিও ব্যবহার করবেন আর আপনারা যারা জানেন না যে কোন সফটওয়্যার এর দ্বারা ইমেজ টি ক্রিয়েট করবেন সে ক্ষেত্রে আপনারা ফটোশপ অথবা canva সফটওয়্যার এর মাধ্যমে ইমেজ ডিজাইন করতে পারেন।
এছাড়া ইমেজের মধ্যে যা যা ব্যবহার করতে হবে সেগুলো হলো
- ইমেজে মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করুন
- ডিজাইন সিম্পল এবং অ্যাট্রাক্টিভ রাখার চেষ্টা করুন
- আপনার প্রদানকৃত মূল সার্ভিসটি বোল্ড অক্ষরে ইমেজ এর উপরে লিখুন
- ইমেজ ডিজাইন ইমেজের টাইটেল এবং গিগ টাইটেল অবশ্যই একই রাখবেন
ফোকাস কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন
একটি গিগকে র্যাঙ্কিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফোকাস কিওয়ার্ড রিসার্চ।এটি আপনাকে খুব ধৈর্য্য সহকারে করতে হবে,যাতে করে আপনার গিগ ফাইবারে প্রথম পেজে চলে আসতে পারে সেজন্য আপনাকে প্রথমে সার্ভিস সম্পর্কে তৈরি করতে যাচ্ছেন সেটি সম্পর্কিত মার্কেট প্লেসে থাকা অন্যদের গিগ গুলো আপনার ব্রাউজারের বিভিন্ন ট্যাব ওপেন করে প্রতিটি গিগ ভালোমতো এনালাইসিস করতে হবে।
আর এটি করতে হলে আপনাকে কোন সেলার এর সার্ভিসের গিগটির সর্ব নিচে চলে আসতে হবে সেখানে গিয়ে এরকম একটা related tag লিখা খুঁজে পাবেনএগুলো আপনার গিগ তৈরিতে অনেক সাহায্য করবে এবং এই সমস্ত কিওয়ার্ডগুলো বা ট্যাগ গুলো যখন কোন বায়ার ফাইবারে সার্চ করবে তখন আপনার গিগ টিও আস্তে আস্তে প্রথম দিকে আসতে থাকবে।
আর একটি মূল্যবান কথা আপনাদের যাদের চাই সেটা হল সব সময় কোন সার্ভিস নির্বাচনের ক্ষেত্রে বা গিগ তৈরি করার আগে low competitive keywords নিয়ে কাজ করবেন অর্থাৎ যে সমস্ত কিওয়ার্ডের কম্পিটিশন সেগুলো নিয়ে কাজ করবেন এক্ষেত্রে খুব তাড়াতাড়ি ফাইবারে gig rank হবে।
সুতরাং আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ফাইভারে কাজ পাওয়ার ক্ষেত্রে gig rank কতটা গুরুত্বপূর্ণ এবং ফাইবারে গিগ র্যাঙ্কিং কি কি নিয়মে করতে হয়।আশা করছি আপনাদের এই পোস্ট টি পড়ে ভালো লেগেছে এবং উপকারে আসবে।ধন্যবাদ।