ফাউমি মুরগির খাবার তালিকা-ফাউমি মুরগি চেনার উপায়
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আশা করছি আপনারা অনেক ভাল আছেন আপনারা নিশ্চয়ই ফাউমি মুরগির খাবার তালিকা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন। কিন্তু আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটা পাচ্ছেন না চিন্তার কোন কারণ নাই আমি এই পোষ্টের ভিতরে আপনাকে মুরগির খাবার তালিকা থেকে শুরু করে দাম কত। এবং এটা কোথায় পাওয়া যায় তা নিয়ে আজকের এই পোস্টটি লিখা হয়েছে। তাই পোস্টটি সম্পন্ন পড়তে থাকুন।
চলুন তাহলে দেরি না করে আমরা এই পোস্টটি পড়তে থাকি এবং ফাউমি মুরগির খাবার তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে নেই এবং এর আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
ভূমিকা
ফাউমি মুরগি হলো একটি বিশেষ ধরণের মুরগি, যার পেশে ফাউম বা মসৃণ চামড়া থাকে। এই মুরগির চামড়া স্নিগ্ধ, মসৃণ এবং স্পঞ্জি অনুভূতি দেয়। তার বড় এবং নরম চামড়ার কারণে, এটি হাজার হাজার মানুষের পছন্দ। ফাউমি মুরগির মাংস খুবই স্বাদু এবং সুস্বাদু হয়ে থাকে। চলুন তাহলে দেরি না করে পোস্টটি সম্পন্ন পড়তে থাকুন।
ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়
সাধারণত মুরগি পালনের সময় আমাদের মাথায় একটা কথায় আসে যে মুরগি কতদিন পর ডিম দেয় সেটা হয়তো অনেকেই জানেন না। সে সকল নির্ভর করে মুরগির উপরে এবং তার জাতের উপরে সেগুলো নির্ধারিত হয় জাত খাদ্য ও স্থানের উপরে। সাধারণত ডিমপারা হাইব্রিড লেয়ার মুরগি সাধারনত ১৮ থেকে ১৯ সপ্তাহ বয়সে ডিমে দেয়া শুরু করে।ফাউমি মুরগি ডিম দেতে শুরু করে সাধারণত ৫ থেকে ৬ মাস বয়সের হয়।
তারপর থেকে এটি ডিম দেয়া শুরু করে এবং প্রতি দিন অবস্থানিকভাবে ডিম দেয়ার প্রায় ১ বছর পর্যন্ত চলে যায়।ফাউমি মুরগির ডিম দেওয়ার সময় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় যাতে তারা ভাল পালন করা এবং সুস্থ থাকা সম্পন্ন হয়। মুরগির ডিম নেওয়ার সময় সঠিক পুষ্টিগুলি দেওয়া, যত্ন নেওয়া, পরিষ্কার বাসা ও ডিম জন্য উপযুক্ত স্থান প্রদান করা প্রয়োজন। মুরগির স্বাস্থ্য ও ডিমের গুণগত মান সম্পর্কে নিয়মিত দেখাশোনা ও চিকিৎসক পরামর্শ সাবধানতা অবলম্বন করা উচিত।
ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা
যারা মুরগি লালন পালন করেন এবং যারা মুরগি পালন করতে আগ্রহী তাদের জন্য এই পোস্টটিতে অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। আসুন আমরা জেনে নেই ফাউমি মুরগির যে সকল ভ্যাকসিন গুলা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে সেগুলো নিজে উল্লেখ করে দেওয়া হবে।
চলুন তাহলে সে ভ্যাকসিন গুলো কি কি তা বিস্তারিত নিচে দেওয়া হলঃ
নিউক্যাসল ভ্যাকসিন (Newcastle Disease Vaccine): ফাউমি মুরগির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এটি নিউক্যাসল রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে।
ইনফ্লুয়েন্জা ভ্যাকসিন (Influenza Vaccine): ফাউমি মুরগির জন্য ইনফ্লুয়েন্জা ভ্যাকসিন ব্যবহার করা হয় যেটি ইনফ্লুয়েন্জা এবং অন্যান্য রোগের বিরুদ্ধে রক্ষা করতে সাহায্য করে।
গুড লাইভিং ভ্যাকসিন (Gumboro Disease Vaccine): এটি গুড লাইভিং রোগ থেকে মুরগির রক্ষা করতে সাহায্য করে। এটি ছাড়তে পারে মোটামুটি ভূমিকা রয়েছে সাধারণ স্কোপের প্রস্তুতি নিয়ে।
উপরে যে সকল ভ্যাকসন গুলোর কথা বলা হল সেগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করতে জানতে হবে তাহলে আপনি মুরগি পালনের সফল হতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন।
ফাউমি মুরগি চেনার উপায়
ফাউমি মুরগির খাবার তালিকা
এখন নিচে আমরা ধাপে ধাপে দিন অনুসরণ করে টাইগার মুরগির খাবার তালিকা দিয়ে দিলাম।
০ তম দিন
বন্ধুরা টাইগার মুরগির বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তাদের দৈহিক ওজন সাধারণত 40 থেকে 45 গ্রাম হয়ে থাকে। এই দিনে দৌহিক বৃদ্ধি ০ এবং দৈনিক বৃদ্ধির গর ও হবে 0. আর এই ০ তম দিনে খাদ্য রূপান্তরের হার 0 এছাড়াও মোট খাদ্যের পরিমাণ ও শূন্য হবে।
১ম দিনে
এই দিনের টাইগার মুরগির খাবার তালিকা হিসেবে , এদের বয়স অনুযায়ী ওজন হবে মোট ৫৬ গ্রাম। দৈনিক বৃদ্ধি হিসেবে হবে ১৪ গ্রাম এবং দৈনিক বৃদ্ধির গড় হবে শূন্য । খাদ্য রূপান্তরের হার ০.২৩২ এবং দৈনিক খাদ্য গ্রহণ হবে ১৩ । যেহেতু প্রথম দিন তাই এখানে মোট খাদ্য গ্রহণ হবে ১৩ গ্রাম।
২য় দিনে টাইগার মুরগির খাদ্য তালিকা
এই দ্বিতীয় দিনে এসে টাইগার মুরগির বাচ্চার বয়স অনুযায়ী ওজন হবে ৭২ গ্রাম এবং প্রতিদিনের বৃদ্ধি ১৬ গ্রাম। খাদ্য পরিবর্তনের হার ০.৪১৭ এবং দৈনিক বৃদ্ধির গর ০ শতাংশ। এরপর এই দিনে এসে দৈনিক খাদ্য গ্রহণ হবে ১৭ গ্রাম এবং মোট খাদ্য গ্রহণ হবে ৩০ গ্রাম।
আরোও পড়ুনঃ দেশি মুরগির ঔষধের তালিকা - দেশি মুরগির ঝিমানো রোগের ঔষধ
৩য় দিনে
এই দিনে এসে টাইগার মুরগির বাচ্চাগুলোর বয়স অনুযায়ী তাদের ওজন হবে 89 গ্রাম। দৈনিক বৃদ্ধির হার হবে ১৭ গ্রাম এবং এই বৃদ্ধির গর হবে ০ । এছাড়াও এই দিনে এসে খাদ্য রূপান্তর এর হার 0.573 এবং দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ ২১ গ্রাম । এবং সর্বমোট খাদ্য গ্রহণ হবে ৫১ গ্রাম। চলুন এখন তাহলে পরের দিনে খাদ্য তালিকা দেখে নেই ।
৪র্থ দিন
বন্ধুরা আমরা কিন্তু উপরে এতক্ষন শুন্য থেকে তিন নম্বর দিনের টাইগার মুরগির খাবার তালিকা নিয়ে কথা বলেছি এখন চলুন চার নম্বর দিনে এসে কি পরিমান খাদ্য দিতে হবে তা জেনে নেই । এই দিনে বয়স অনুযায়ী ওজন হবে ১০৯ গ্রাম এবং দৈনিক বৃদ্ধি ২০ গ্রাম হওয়ার পাশাপাশি দৈনিক বৃদ্ধির গড় শূন্যই থাকবে । এছাড়াও খাদ্য রূপান্তরের হার ০.৬৭৯ গ্রাম এবং দৈনিক খাদ্য গ্রহণ ২৩ গ্রাম হওয়ার পাশাপাশি মোট খাদ্য গ্রহণ হবে ৭৪ গ্রাম ।
৫ নম্বর দিন
এই পঞ্চম দিনে এসে বয়স অনুযায়ী মোট ওজন হবে 131 গ্রাম এবং প্রতিদিনের বৃদ্ধির পরিমাণ হবে ২২ গ্রাম । আর দৈনিক বৃদ্ধির গড় হিসাব টা আগের মতই রয়ে যাবে । এছাড়াও খাদ্য রূপান্তরের হার ০.৭৭৩ হওয়ার পাশাপাশি দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ ২৭ গ্রাম । আর এক নম্বর দিন থেকে ৫ নম্বর দিন পর্যন্ত মোট খাদ্য গ্রহণ হিসাব করলে হবে ১০৫ গ্রাম।
৬ষ্ঠ দিন
বয়স অনুযায়ী এদের ওজন হবে ১৫৭ গ্রাম । প্রতিদিনের ওজন বেড়ে যাওয়ার পরিমাণ হবে 26 গ্রাম এবং ওজন বেড়ে যাওয়ার হার কোন পরিবর্তন হবে না । এছাড়া খাদ্য রূপান্তরের হার 0.841 গ্রাম হওয়ার পাশাপাশি দৈনিক খাদ্য খাওয়ার পরিমাণ 31 গ্রাম এবং মোট খাদ্যের পরিমাণ হবে 132 গ্রাম।
৭ম দিনের টাইগার মুরগির খাবার তালিকা
সপ্তম নম্বর দিনে এই টাইগার মুরগির বাচ্চাগুলোর বয়স অনুযায়ী এদের ওজন এসে দাঁড়াবে ১৮৫ গ্রাম এবং এদের প্রতিদিনের বৃদ্ধি এসে দাঁড়াবে 28 গ্রামে । তবে এই দিনে এসে মুরগিগুলোর প্রতিদিনের বৃদ্ধির গর পরিবর্তন হবে এবং এই পরিবর্তিত হয়ে হিসাব দাঁড়াবে ২৬.৪ এ, এছাড়াও এদের খাদ্য খাওয়ার রূপান্তরের হার ০.৯০২ হওয়ার পাশাপাশি দৈনিক খাদ্য গ্রহণ ৩৫ গ্রাম এবং মোট খাদ্য গ্রহণের পরিমাণ হবে ১৬৭ গ্রাম।
ফাউমি মুরগির দাম
প্রিয় পাঠক আপনারা অনেকেই প্রশ্ন করেন ফাউমি মুরগির দাম কেমন সম্পর্কে জানতে চেয়েছেন চলুন তাহলে দেরি না করে আমরা জেনে নেই ফাউমি মুরগির দাম এবং এগুলা কত বয়স হলে তার তারপরে কিনতে পারবেন এবং কয়দিন লাগে এগুলো বড় হতে সে সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন তাহলে বুঝতে পারবেন মুরগির দাম সম্পর্কে।
আপনি যদি ফাউমি মুরগির কিনতে যান তাহলে আপনার কাছ থেকে ৭০ থেকে ৮০ টাকা দাম নিতে পারে।ফাউমি মুরগির ভালো মানের জাত ফাউমি মুরগির দেখে শুনে কিনতে পারেন আশা করছি এই পোস্টটি পড়ে আপনি আপনার কাঙ্খিত উত্তরটি পেয়ে গেছেন।
শেষ কথা
আশা করছি পুরো প্রশ্ন জুড়ে আপনি উত্তরটি পেয়ে গেছেন আপনি যে উত্তরটি খুঁজছেন? ফাউমি মুরগির খাবার তালিকা সংক্রান্ত যত তথ্য এই পোস্টের ভিতরে দেওয়া হয়েছে আশা করছি আপনি পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন এই প্রশ্ন যদি আপনাকে ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং এরকম আরো নতুন নতুন পোস্ট দেখতে চাইলে আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন ধন্যবাদ।