ফ্রিজের সমস্যা ও সমাধান-ফ্রিজের পচা গন্ধ দূর করার উপায়

রেফ্রিজারেটর বর্তমানে শহুরে জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি যন্ত্রে পরিণত হয়েছে। এই রেফ্রিজারেটর আমাদের খাদ্যদ্রব্যসহ আরো অনেক কাঁচা শাক-সবজি সতেজ রাখতে সাহায্য করে। কিন্তু অনেক সময় খাদ্যদ্রব্য পচে যাওয়া বা যান্ত্রিক গোলযোগের কারণে ফ্রিজের সমস্যা ও সমাধান। যা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
ফ্রিজের সমস্যা ও সমাধান-ফ্রিজের পচা গন্ধ দূর করার উপায়

তাই আমরা আজকের এই ব্লগে কিভাবে ফ্রিজের সমস্যা ও সমাধান সে সম্পর্কিত ৭টি কার্যকর উপায়সমূহ আলোচনা করব। তাই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন তাহলে বুঝতে পারবেন ফ্রিজের সমস্যা ও সমাধান কি সে বিষয়ে।

দুর্গন্ধ সরাতে হলে করণীয়

আপনার রেফ্রিজারেটরে যদি দুর্গন্ধ থাকে তাহলে তা দূর করতে প্রথম কাজটিই হবে রেফ্রিজারেটরটি ভালোভাবে পরিষ্কার করা এ সম্পর্কে আমরা আসুন ধাপে ধাপে জেনে নেই:
রেফ্রিজারেটরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন:
রেফ্রিজারেটরের বিদ্যুৎ সংযোগটি বন্ধ করুন অন্যথায় তড়িতাহত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

ফ্রিজ সম্পূর্ণ খালি করুন:

আপনার রেফ্রিজারেটরের ভিতরে সব ধরনের খাদ্যদ্রব্য শাকসবজি বের করুন। ফ্রিজ থেকে খাদ্যদ্রব্য বের করার সময় খেয়াল রাখবেন যে, কোন পচনশীল বা মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য রয়েছে কিনা। মূলত পচে বা নষ্ট হয়ে যাওয়া খাদ্যদ্রব্য থেকে ফ্রিজে দুর্গন্ধ ছড়ায়।
 এরপর ধীরে ধীরে সবগুলি শেলফ, ড্রয়ার ও বক্স গুলি সরিয়ে নিন। এরপর এগুলো আলাদাভাবে পরিষ্কার পানি ও সাবান দিয়ে পরিষ্কার করুন।

বেকিং সোডা বা ভিনেগারের মিশ্রণ দিয়ে পরিষ্কার করুন

এখন রেফ্রিজারেটরের ভেতরটি খুব ভালোভাবে পরিষ্কার করুন। একটি বাটিতে পানির সাথে ভিনেগার বা ব্রেকিং সোডা মিশিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে রেফ্রিজারেটরের দেয়াল এবং দরজা পরিষ্কার করুন। এ উপাদানগুলি গন্ধ দূর করতে সাহায্য করে। এরপর রেফ্রিজারেটরের ভেতরটি ভালোভাবে শুকিয়ে নিন।
ফ্রিজের ভেতর আবার পুনরায় সেলফ ড্রয়ার এবং বক্সগুলি সাজিয়ে নিন। ফ্রিজের ভেতর একটি বাক্সের মুখ খোলা রেখে বেকিং সোডা বা কয়লার পাউডার বা ভিনেগার রাখুন। এগুলো দুর্গন্ধ শোষণ করতে সাহায্য করে।
ফ্রিজ নিয়মিত পরিষ্কার রাখুন:
ফ্রিজ নিয়মিত পরিষ্কার রাখুন। এবং মেয়াদ উত্তীর্ণ বা পচে যাওয়া খাবার ভিতরে রাখতে বিরত থাকুন।
ড্রেন পরিষ্কার রাখুন:
অনেক ফ্রিজের নিচের দিকে একটি ড্রেন সিস্টেম থাকে। মাঝেমধ্যে এখান থেকে রেফ্রিজারেটরের ময়লা পানি বাহিরে যায় এটি সব সময় পরিষ্কার রাখবেন এটি থেকেও অনেক সময় গন্ধ আসতে পারে।
ভেন্টিলেশন এর ব্যবস্থা রাখুন:
রেফ্রিজারেটরে কখনো অতিরিক্ত খাবার রাখবেন না। ফ্রিজের আশপাশটা খোলামেলা রাখুন। ফ্রিজ কখনো একদম দেয়ালের সাথে লাগিয়ে রাখবেন না এতে ফ্রিজ গরম হয়ে যেতে পারে যা থেকে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে।
রেফ্রিজারেটর ডিউডোরাইজার ব্যবহার করুন:
রেফ্রিজারেটরের ভিতরে কফি বিন বা সাইট্রাস জাতীয় ফল যেমন লেবু বা কমলার একটি স্লাইস কেটে রাখুন এটি দুর্গন্ধ প্রতিরোধ করতে সাহায্য করে। এগুলি ডিউডোরাইজার হিসেবে কাজ করে।

শেষ কথা

উপরোক্ত বিষয়গুলো খেয়াল রাখলে আমাদের জন্য ফ্রিজের থেকে দুর্গন্ধ দূর করার সহজ হবে। আর সর্বোপরি আমাদের এই রেফ্রিজারেটর পরিষ্কার রাখতে হবে এবং যেহেতু এটি একটি যন্ত্রাংশ এর ব্যবহারেও সচেতন থাকতে হবে। অন্যথায় রেফ্রিজারেটরের মধ্যে যে কোন যান্ত্রিক গোলযোগ দেখা দিবে। এরকম আরো টিপস এন্ড ট্রিকস জানতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url