কিভাবে ব্লগার হওয়া যায় - ব্লগিং করে কত টাকা আয় করা যায়

ব্লগিং করে কত টাকা আয় করা যায়-ব্লগিং হল সেরা প্যাসিভ ইনকাম এর মধ্যে একটি। আপনারা হয়তো অনেকেই জানেন না ব্লগিং করে মাসে লাখ টাকা ইনকাম করা যায়। আপনার যদি লিখতে খুব ভালো লাগে তাহলে এটি আপনি আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারেন ।কেননা আপনি শুধুমাত্র লেখালেখির মাধ্যমে ঘরে বসে ব্লগিং করে টাকা ইনকাম করতে পারবেন। তাই আপনি যদি কিভাবে ব্লগার হওয়া যায় -  ব্লগিং করে কত টাকা আয় করা যায় সম্পর্কে জানতে চান পোস্টটি সম্পন্ন পড়ুন।
ব্লগিং করে কত টাকা আয় করা যায় - ব্লগিং টিপস

ইউটিউব, ফেসবুক এফ ভিডিওর মাধ্যমে যেমন ইনকাম হয় ,ঠিক তেমন লেখালেখি করে ব্লগিংয়ের মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন ।সুতরাং চলুন আজকে আমি আপনাদের এই পোস্টটিতে ব্লগিং করে কত টাকা আয় করা যায় এবং কিভাবে ব্লগার হওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

সূচিপত্রঃ

ব্লগিং কি এবং কেন করবেন

ব্লগিং হল লিখালিখি করা ।অর্থাৎ আপনি যদি কোন বিষয়ে জানেন সেটি সম্পর্কে বিস্তারিত লেখালেখি করাই হল ব্লগিং ।এবং এই ব্লগের মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ার করতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কীভাবে এবং কেন ব্লগিং করবেন?

আপনি যদি শুধু শুধু লেখালেখি করেন এবং সেখান থেকে কোন ইনকাম না হয় তাহলে অবশ্যই আপনার সে কাজটি করতে ভাল লাগবেনা ।কিন্তু বর্তমানে আপনি ব্লগিং করে গুগল এডসেন্স এফিলিয়েট মার্কেটিং ইত্যাদির মাধ্যমে আপনি আপনার ব্লগিং সাইট থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ।আপনাকে শুধুমাত্র প্রতিনিয়ত আপনার ব্লগিং কনটেন্ট আপলোড করতে হবে।

কিভাবে ব্লগার হওয়া যায়

কিভাবে ব্লগার হওয়া যায়? ব্লগার হতে হলে আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে ।এবং আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট একটি নাম ডোমেইন-হোষ্টিং সবকিছু মিলিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। আর একটি কথা বলে রাখা ভাল সেটা হলো আপনাকে অবশ্যই কনটেন্ট লিখতে জানতে হবে এক্ষেত্রে আপনি যে বিষয়ে কনটেন্ট লিখতে চান সে বিষয় সম্পর্কে কয়েকটি জায়গা থেকে জেনে তারপর কনটেন্ট লিখুন।

আরো পড়ুন: অনলাইনে ইনকাম করার উপায়- ১০ টি উপায়ে অনলাইন ইনকাম করুন

ওয়ার্ডপ্রেস নাকি ব্লগার কোনটি ভালো

আপনি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আপনার ব্লগ সাইটটি তৈরী করতে পারেন ।অথবা গুগোল এর চেয়ে ফ্রী ব্লগার সাইট টি আছে সেটি থেকেও আপনার ব্লগিং শুরু করতে পারেন।যেহেতু ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইনস রয়েছে এবং সেগুলো সবগুলো প্রিমিয়াম ।তাই আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য গুগলের ব্লগার থেকে ওয়েবসাইট তৈরী করে ব্লগিং শুরু করাটাই ভালো ।

এক্ষেত্রে আপনাকে বেশি টাকা খরচা করতে হবে না ।শুধু মাত্র আপনার একটি এসইও ফ্রেন্ডলি থিম ব্যবহার করে এবং ডোমেইন হোস্টিং কিনে আপনি এটাকে শুরু করতে পারেন।এছাড়া ওয়ার্ডপ্রেস এর তুলনায় গুগলের ব্লগারে সিকিউরিটির দিক থেকে অনেক বেশি এগিয়ে ।

কেননা কেউ যদি হিংসা পূর্বক আপনার সাইটে ডাউন করতে চায় সে ক্ষেত্রে গুগলের ব্লগারের যদি ব্যবহার করে থাকেন কোন অসুবিধা নেই ।কিন্তু ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আপনার সাইটটি ডাউন করা সম্ভব সুতরাং বুঝতে পেরেছেন কোনটি ভালো।

আরো পড়ুন ঃ  এসইও করে আয় করার উপায় - এসইও শিখতে কত দিন লাগে

বাংলা কনটেন্ট নাকি ইংরেজি কনটেন্ট

এরপর আপনাকে কনটেন্ট লেখা শিখতে হবে সেটি হতে পারে ইংলিশ কনটেন্ট অথবা বাংলা কনটেন্ট। আর আপনি আপনার কনটেন্ট অবশ্যই ইউনিক এবং নিজের লেখার চেষ্টা করবেন।কেননা আপনি যদি অন্যের লেখা কন্টেন চুরি করে আপনার ব্লগ সাইটে দিয়ে থাকেন ,তবে একদিন না একদিন আপনার শত পরিশ্রম বিফলে যেতে পারে ।সুতরাং শুরু থেকে আপনি নিজে থেকে কন্টাক্ট লেখার চেষ্টা করবেন।

আপনি ইচ্ছা করলে বাংলা কনটেন্ট লিখতে পারেন অথবা ইংরেজি কনটেন্ট লিখতে পারেন ।বাংলা কন্টেন্ট লিখলে আপনার ইনকাম হয়তো কিছুটা কম হবে ;ইংরেজি কনটেন্ট এর তুলনায় ।সুতরাং আপনি যদি ইংরেজিতে ভালো হন তবে অবশ্যই আপনার ইংরেজি কন্টেন্ট দিয়ে শুরু করা উচিত।

ব্লগিং করে কত টাকা আয় করা যায়

ব্লগিং করে আপনি মাসে 800-900$ ইনকাম করতে পারবেন ।তবে শুরুতে আপনার ইনকাম টি এত বেশী হবেনা।ব্লগিং করে কত টাকা আয় করা যায় এটি নির্ভর করবে আপনি আপনার সাইটে কি কনটেন্ট লিখছেন, আপনার কনটেন্ট এর মধ্যে থাকা কিওয়ার্ড গুলো এর সিপিসি কেমন এর ওপর।

তবে আপনি যদি পরিশ্রম দিয়ে প্রতিনিয়ত আপনার ব্লগ সাইটে কনটেন্ট আপলোড করতে থাকেন, তাহলে অবশ্যই আপনার ইনকাম ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকবে ।তবে আপনার ব্লগিং কনটেন্টটি যদি বাংলায় হয়ে থাকে সে ক্ষেত্রে আপনার ইনকাম টি ইংলিশ কনটেন্ট এর তুলনায় কম হবে।

আরো পড়ুন ঃ ২০২২ সালের সেরা ১১ টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট 

ব্লগিং টিপস 

কিছু গুরুত্বপূর্ণ ব্লগিং টিপস নিয়ে আপনাদেরকে বলি ,যেমন আপনি যদি বিগিনার হন তাহলে প্রথমত আপনি আপনার সাইটে -

  • কনটেন্ট এর দৈর্ঘ্য সব সময় 1000 ওয়ার্ড এর বেশি লিখার চেষ্টা করবেন ,এতে করে গুগোল আপনার কনটেন্ট গুলো কে সার্চ ইঞ্জিনে সামনের দিকে নিয়ে আসবে।
  • আর্টিকেল এর টাইটেল সব সময় 10 ওয়ার্ড এর মধ্যে রাখবেন, এতে করে আপনার টাইটেল কি দেখতে সুন্দর এবং আকর্ষণীয় মনে হবে।
  • আর্টিকেল এর মাঝে বেশি পরিমাণে ছবি ব্যবহারের চেষ্টা করবেন এতে করে পাঠক এর দৃষ্টি আকর্ষণ হবে।
  • আপনার ফোকাস কিওয়ার্ড টি পুরো আর্টিকেল এর মধ্যে কমপক্ষে 10 থেকে 15 বার দেয়ার চেষ্টা করবেন।
  • ইউনিক টপিক নিয়ে লিখবেন ,কেননা ইউনিট টপিক নিয়ে লিখলে গুগোল আপনার ব্লগ পোস্ট টি প্রথম পেজে নিয়ে আসবে।

এগুলো কিছু সহজ টিপস ফলো করলে আপনিও একসময় বসে বসে হাতে লিখে ইনকাম করতে পারবেন।

আশা করছি আপনারা আমার এই পোস্টটি থেকে ধারণা পেয়েছেন ;ব্লগিং করে কত টাকা আয় করা যায় এবং কেন আপনি ব্লগ কে ক্যারিয়ার হিসেবে নিবেন ।সুতরাং সময় নষ্ট না করে একটু পরিশ্রম ধৈর্য আর ইনভেস্ট এর মাধ্যমে প্যাসিভ ইনকাম সস তৈরি করুন। ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url