আজকের ইনফো https://www.ajkerinfo.com/2022/07/nft-ki.html

NFT কি? এনএফটি কোথায় বিক্রি করা যায়


শুধুমাত্র ছবি তুলে কোটি টাকার মালিক!একটি কুকুরের ছবি বিক্রি করে রাতারাতি কোটিপতি! এরকম ধরনের কথা বর্তমানে পুরো পৃথিবীতে উত্তেজনা জাগিয়ে তুলেছে । কিন্তু কিভাবে এটি সম্ভব এটি আসলে বাস্তব না অবাস্তব ।সুতরাং আজকে আপনাদেরকে সে উত্তেজনা প্রবণ এন ই এফ টি অর্থাৎ; নন-ফাঞ্জিবল টোকেন সম্পর্কে বিস্তারিত বলবো-



সূচিপত্রঃ NFT কি? এনএফটি কোথায় বিক্রি করা যায়

NFT কি?

এনএফটি এর অর্থ নন-ফাঞ্জিবল টোকেনকে বোঝায়, যার মানে এটি প্রতিস্থাপন বা বিনিময় করা যাবে না কারণ এটির অনন্য বৈশিষ্ট্য রয়েছে। যেমন ধরেন আপনি একটি ছোট বাচ্চার কাছ থেকে তার খেলনা নিয়ে তার বদলে অন্য কোন খেলনা দিলেন ক্ষেত্রে এসে বাচ্চাটি খুশি হবে না কারণ ওই খেলাটি তার কাছে একটি ভ্যালু তৈরি করেছে ।এটা নতুন কোন খেলনা দিয়ে রিপ্লেস বিনিময় করা সম্ভব নয়।

NFT কিভাবে কাজ করে?

এখন যেহেতু আপনি NFT কী তা বোঝার জন্য আপনার প্রাথমিক পদক্ষেপ নিয়েছেন, আপনার চালিয়ে যাওয়া উচিত এবং NFT কীভাবে কাজ করে সে সম্পর্কে শিখতে হবে।NFT-এর অধিকাংশই ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সির ব্লকচেইনে থাকে, একটি বিতরণ করা পাবলিক লেজার যা লেনদেন রেকর্ড করে।এনএফটি হল স্বতন্ত্র টোকেন যার মধ্যে মূল্যবান তথ্য সংরক্ষিত থাকে।


যেহেতু তারা প্রাথমিকভাবে বাজার এবং চাহিদা দ্বারা নির্ধারিত একটি মান ধারণ করে, সেগুলি অন্যান্য শারীরিক ধরণের শিল্পের মতোই কেনা এবং বিক্রি করা যেতে পারে।এনএফটি-এর অনন্য ডেটা তাদের মালিকানা এবং মালিকদের মধ্যে টোকেন স্থানান্তর যাচাই ও যাচাই করা সহজ করে তোলে।

এনএফটি কিভাবে বানাবেন

এনএফটি খুব একটি কঠিন কাজ নয় ।অর্থাৎ; যেটি আপনার নিজস্ব তৈরি করা বা অন্য কিছু আপনি নিজে তৈরী করেছেন বা ছবি তুলেছেন ,আপনি কোন ভিডিও রেকর্ড করেছেন সেগুলো প্রতিটি একেকটি এন এফ টি। অর্থাৎ প্রতিটি আপনার একান্তই ব্যক্তিগত আপনার ক্রিয়েটিভিটি দেবা আপনার নিজস্ব কোন কিছু দিয়ে আপনি যদি কোন ডিজিটাল ছবি ,ভিডিওগ্রাফি ,অ্যানিমেশন ইত্যাদি তৈরি করেন এবং সেটি opensea মার্কেটপ্লেসে আপলোড দিয়ে সেটির মালিক হতে পারেন।

এক্ষেত্রে আপনি ছবি তৈরি করতে চাইলে বিভিন্ন রকমের ছবি এডিটিং সফটওয়্যার যেমন ফটোশপ ক্যানভা ইত্যাদি করতে পারেন। ভিডিওগ্রাফি ক্ষেত্রে প্রিমিয়ার প্রো ইত্যাদি আরও যেসব ভিডিও এডিটর সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

এনএফটি কোথায় বিক্রি করা যায়

এনএফটি একটি ব্লক চেন মাধ্যম সুতরাং আপনাকে ব্লকচেইন মার্কেটপ্লেসে আপনার তৈরিকৃত এনএফটি গুলো আপলোড করে বিক্রি করতে পারেন ।এনএফটি মার্কেটপ্লেসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো opensea ।আপনি এখান থেকে এনএফটি কেনাবেচা করতে পারবেন একাউন্ট তৈরীর মাধ্যমে।

এনএফটি কারা ব্যবহার করে

এনএফটি ব্যবহার সাধারণত চার ধরনের মানুষ করে থাকে যেমনঃ
  • ক্রিয়েটর বা সেলার- যেমন আপনি কোন এন এফ টি তৈরি করলেন এবং পরবর্তীতে সেটি বিক্রি করলেন বা সেল করেন।
  • বায়ার বা ক্রেতা- দ্বিতীয় শ্রেণীর মানুষ হল তারা যারা এনএফটি ক্রয় করে থাকে।
  • এনএফটি রিসেলার- অর্থাৎ আপনি একটি এনএফটি 5 টাকায় কিনলেন এবং পরবর্তীতে সেটি 10 টাকায় বিক্রি করলেন।
  • এনএফটি কালেক্টর- অর্থাৎ যারা এনএফটি কালেক্ট করতে পছন্দ করেন যেমন ভ্লাদিমির পুতিনের 500 টি ইউনিক গাড়ি এর কালেকশন।

এনএফটি মানুষ কেন ক্রয় করে?

মানুষ দুটি কারণে কিনতে পারে একটি হল পার্সোনাল স্যাটিসফেকশন ।অর্থাৎ ;নিজের সন্তুষ্টি এর জন্য কোন কিছু কেনা ।সেখানে শুধু আপনার ইমোশনাল ভ্যালু ক্রিয়েট হবে এ ছাড়া কিছুই নেই ।আরেকটি কারণ হলো কিছু শ্রেণীর মানুষ আছে যারা ব্যবসায়ী উদ্দেশ্যে কম দামে এনএফটি কিনে সেগুলো পরবর্তীতে বেশি দামে বিক্রি করতে পারে ;ব্যক্তিগত লাভের জন্য।

এনএফটি বাংলাদেশ বৈধ না অবৈধ

বাংলাদেশ যেহেতু 2014 সালে ক্রিপ্টোকারেন্সি ব্যান করে দেওয়া হয়েছে বা নিষিদ্ধ করে দেয়া হয়েছে। সুতরাং; বাংলাদেশ এনএফটি এর ব্যবহার অবৈধ ।তবে; ভবিষ্যতে বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি এর মত ডিজিটাল মুদ্রা কে বৈধ ঘোষণা করতে পারে ।সুতরাং এখন সেটা পুরোপুরি অবৈধ।

এনএফটি এর ব্যবহার কোথায় হয়?

ক্রিপ্টো-ট্রেডিংয়ে আগ্রহী লোকেরা এবং যারা শিল্পকর্ম সংগ্রহ করতে পছন্দ করেন তারা প্রায়শই NFT ব্যবহার করেন। তা ছাড়া, এর আরও কিছু ব্যবহার রয়েছে যেমন:

ডিজিটাল বিষয়বস্তু - বর্তমানে NFT-এর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে ডিজিটাল সামগ্রীতে। বিষয়বস্তু নির্মাতারা এনএফটি দ্বারা তাদের লাভ বর্ধিত দেখতে পান, কারণ তারা একটি নির্মাতা অর্থনীতিকে শক্তিশালী করে যেখানে নির্মাতাদের তাদের বিষয়বস্তুর মালিকানা প্ল্যাটফর্মের উপর থাকে যা তারা এটিকে প্রচার করতে ব্যবহার করে।


গেমিং আইটেম - NFTs গেম ডেভেলপারদের কাছ থেকে যথেষ্ট আগ্রহ অর্জন করেছে। NFTs খেলোয়াড়দের অনেক সুবিধা প্রদান করতে পারে। সাধারণত, একটি অনলাইন গেমে, আপনি আপনার চরিত্রের জন্য আইটেম কিনতে পারেন, তবে এটি যতদূর যায়। এনএফটি-এর সাহায্যে, আপনি আইটেমগুলি শেষ হয়ে গেলে বিক্রি করে আপনার অর্থ পুনরুদ্ধার করতে পারেন।

বিনিয়োগ - NFT এবং DeFi (বিকেন্দ্রীভূত অর্থ) উভয়ই একই পরিকাঠামো ভাগ করে নেয়। DeFi অ্যাপ্লিকেশনগুলি আপনাকে সমান্তরাল ব্যবহার করে অর্থ ধার করতে দেয়। পরিবর্তে জামানত হিসাবে NFTs ব্যবহার করে অন্বেষণ করতে NFT এবং DeFi উভয়ই একসাথে কাজ করে৷

ডোমেন নাম - NFTs আপনার ডোমেনকে মনে রাখার মতো সহজ নাম প্রদান করে। এটি একটি ওয়েবসাইট ডোমেন নামের মতো কাজ করে, এটির আইপি ঠিকানাকে আরও স্মরণীয় এবং মূল্যবান করে তোলে, সাধারণত দৈর্ঘ্য এবং প্রাসঙ্গিকতার উপর ভিত্তি করে।

এমনকি স্নুপ ডগ, শন মেন্ডেস এবং জ্যাক ডরসির মতো সেলিব্রিটিরাও অনন্য স্মৃতি এবং শিল্পকর্ম প্রকাশ করে এবং সিকিউরিটাইজড এনএফটি হিসাবে বিক্রি করে এনএফটি-তে আগ্রহ নিচ্ছেন।

এনএফটি এর ভালো দিক গুলো কি কি

  • কালেক্টর অর্থাৎ যারা কাজ করে তারা ডিজিটাল প্রোডাক্ট এখন কানেক্ট করতে পারবে।
  • ক্রিয়েটর বা সেলারদের ডিজিটাল প্রোডাক্ট তৈরি এবং সেল করার ভেলু তৈরি হয়েছে।
  • এন এফ টি মার্কেটপ্লেসের মাধ্যমে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করার সুযোগ।
  • এন এফ টি কেনা বেচার মাধ্যমে বিপুল পরিমাণে # ট্যাগ উপাদানের মাধ্যমে মাইনারদের ভ্যালু বৃদ্ধি পাবে।
  • এন ই এফ টি প্রচলনের ফলে ফ্রিল্যান্সারদের কাজের সংখ্যা বৃদ্ধি পাবে বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এনিমেশন ক্রিয়েটিং যদি করে থাকে ।

এনএফটি ক্রয়ে প্রতারণা গুলো কি?

যেহেতু এটি বর্তমানে প্রচুর পরিমাণে ঊর্ধ্বগতি চলছে সে ক্ষেত্রে অনেকেই এনএফটি কিনে প্রতারণার শিকার হন ।চলুন জেনে নেওয়া যাক এনএফটি ক্রয় করার ক্ষেত্রে কি কি প্রতারণা হতে পারে-


  • ফেইক এনএফটি-অর্থাৎ ভুয়া এনএফটি যেমন ধরেন আপনি একটি ছবি ধারণ করলেন এবং সেই ছবিতে কোন নামকরা ফটোগ্রাফারের অটোগ্রাফ ছবির উপরে লাগিয়ে সেটি মার্কেটপ্লেসে বিক্রি করলেন এক্ষেত্রে তিনি কিনবেন তিনি প্রতারিত হবেন। 
  • ডুবলিকেট বা প্লাজিরাইজ এনএফটি-মার্কেটে অনেক বেশি ডুবলিকেট রয়েছে যেমন এক মার্কেটপ্লেস থেকে সেগুলো ডাউনলোড করে অন্য মার্কেটপ্লেসে বিক্রি করা বা অন্য কোন জায়গায় বিক্রি করা।
  • এনএফটি ডাম্পলিং-যেমন ধরেন আপনি একটি এন এফ টি আপনার একটি বন্ধুর কাছে বিক্রি করলেন আবার আপনার বন্ধু আপনার আরেক বন্ধুর কাছে বিক্রি করল এভাবে এন ই এফ টি ভ্যালুটা বাড়িয়ে বিক্রি করার সময় নিলামে নিজেদের বন্ধুদের দিয়ে বিডি করে দাম বাড়িয়ে কোন সাধারন মানুষ সেটিকে কিনলে তিনি প্রতারিত হবেন।

গুরুত্বপূর্ণ কথা

যেহেতু এনএফটি একটি ক্রিপ্টোকারেন্সি এবং বাংলাদেশে একটি সম্পূর্ণ অবৈধ ।সুতরাং; এনএফটি কেনাবেচা করতে যাবেন না ।তবে আপনাদের নিজেদের রিসার্চের জন্য অথবা সম্পর্কে জানার জন্য এটি নিয়ে গবেষণা করতে পারেন ।ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি অ্যাক্সিস বাংলাদেশ আসতে পারে ।সুতরাং এই পোস্টটি শুধুমাত্র আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য। ধন্যবাদ।

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

অর্ডিনারি আইটি কী?