আজকের ইনফো https://www.ajkerinfo.com/2022/06/e-sim-mobile.html

ই সিম কোন কোন মোবাইলে সাপোর্ট করে



ই সিম (E-sim) ইতিমধ্যে আমাদের বাংলাদেশ চালু হয়ে গেছে ,এবং এটি চালু করেছে বাংলাদেশের সবচেয়ে বড় সিম অপারেটর কোম্পানি গ্রামীণফোন।গ্রামীণফোনের ই সিম চালু করার মাধ্যমে এক নতুন প্রযুক্তির সাথে পরিচয় করে দিয়েছে। তাই আমি আজকে আপনাদেরকে এই পোস্টের মাধ্যমে জানাবো  ই সিম কোন কোন মোবাইলে সাপোর্ট করে,ই সিম দাম কত , ই সিম ব্যবহারের ফলে কি কি সুবিধা পাবেন এবং ই সিম কোথায় পাবো।

ই সিম কোন কোন মোবাইলে সাপোর্ট করে

সূচিপত্রঃ ই সিম কোন কোন মোবাইলে সাপোর্ট করে

ই সিম মানে কি

ই সিম হল ইমবেডেড সিম বা ইলেকট্রিক্যাল সিম বলতে পারেন ।কেননা বাজারের যে সিম গুলো পাওয়া যায় সেগুলো আমরা তিনটি ভাবে দেখতে পাই সেগুলো হল মিনি, মাইক্রো এবং ন্যানো সিম ।কিন্তু এই সিম আপনি শুধুমাত্র একটি কিউআর কোডের মাধ্যমে আপনার মোবাইলে ইন্সটল করলে কোন রকম ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন।

ই সিম কোন কোন মোবাইলে সাপোর্ট করে

ই সিম মোবাইল কোনগুলো তা জানা নাই অনেকেরই ,যদিও সব ফোনে এই সিম সাপোর্ট করে না শুধুমাত্র কিছুসংখ্যক ফোনে সাপোর্ট করে ।তাই চলুন ই সিম কোন কোন মোবাইলে সাপোর্ট করে সেগুলোর তালিকা

আইফোন 

আই ফোনের মডেল গুলোর মধ্যে iPhone SE, iPhone XR থেকে শুরু করে একদম iPhone 13, 13 Mini লেটেস্ট ফোনগুলোতে ই সিম সাপোর্ট করে ।

  • iPhone SE
  • iPhone 11, 11 Pro, 11 Pro Max
  • iPhone 13, 13 Pro, 13 Pro Max, 13 Mini
  • iPhone 12, 12 Pro, 12 Pro Max, 12 Mini
  • iPhone XS, XS Max
  • iPhone XR
  • iPad Pro (4th generation,3rd generation,2nd generation,1st generation)
  • iPad Air (4th generation,3rd generation)
  • iPad (8th generation,7th generation)
  • iPad mini (5th generation)

স্যামসাং

স্যামসাংয়ের শুধুমাত্র ফ্ল্যাগশিপ কিছু ফোনে সিম সাপোর্ট করে এছাড়া বাকি অন্যগুলোতে করেনা যেগুলোতে ই সিম সাপোর্ট করে সেগুলো হলোঃ

  • Fold LTE model
  • Galaxy Z Fold3 5G
  • Galaxy Z Flip 5G
  • Galaxy Z Flip
  • Galaxy Z Fold2 5G
  • Galaxy Fold
  • Galaxy S21+ 5G
  • Galaxy S21 Ultra 5G
  • Galaxy Note 20 Ultra, Ultra 5G
  • Galaxy Note 20 FE 5G
  • Galaxy Note 20 FE
  • Galaxy S20, S20+ and S20 Ultra

গুগোল পিক্সেল

গুগোল পিক্সেল এর কিছু আপডেট ফোন গুলোতে ই সিম সাপোর্ট করবে সেগুলো হলোঃ

  • Google Pixel 3 & 3XL (Limited support)
  • Google Pixel 2
  • Google Pixel 4
  • Google Pixel 4a
  • Google Pixel 5
  • Google Pixel 5a 5G
  • Google Pixel 6
  • Google Pixel 6 Pro

ই সিম কোথায় পাবো

ই সিম কোথায় পাবো বা ই সিম কোথা থেকে কিনব এটি নিয়ে অনেকে চিন্তিত ।চিন্তার কোন কারণ নেই, কারণ ই সিম আপনি আপনার বিভাগীয় শহরের যেকোনো জিপি কাস্টমার কেয়ার সেন্টার এ গেলে আপনাকে ই সিম প্রদান করবে ।তবে অবশ্যই আপনাকে সাথে করে আপনার এনআইডি কার্ডটি নিয়ে যেতে হবে।

ই সিম দাম কত

গ্রামীণফোন কাস্টমার কেয়ারে যাওয়ার পর সেখান থেকে আপনি আপনার জিপি সিম বিক্রয় করতে পারেন ।এখন প্রশ্ন হচ্ছে ই সিমের দাম কত ?তাহলে সহজ ভাবে বলি আপনার যদি সিমটি আপনি ই সিমে রিপ্লেস করতে চান ,সেক্ষেত্রে আপনার 99 টাকা লাগবে ।আর যদি আপনি একদম নতুন সিম কিনতে চান ,সেক্ষেত্রে 200 টাকা ।আর আপনি যদি জিপি স্টার হয়ে থাকেন তাহলে আপনার কোন টাকা দেওয়া লাগবে না।

ই সিম এর সুবিধা সমূহ

  • আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে সিম অন থাকলে লোকেশন ট্র্যাক করে খুঁজে পেতে পারেন
  • আইফোন এর ক্ষেত্রে  একটি সিম ব্যবহার করা যেত এখন দুইটি ব্যবহার করতে পারা যাবে
  • ই সিম হারিয়ে হওয়ার কোন ভয় নেই কেননা এটির কোন ফিজিক্যাল অস্তিত্ব নেই
  • একাধিক সিম ব্যবহারের ক্ষেত্রে বারবার সিম ট্রে খুলে সিম চেঞ্জ করার ঝামেলা নেই
  • সিম নষ্ট বা ভেঙে যাওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা নাই
  • স্মার্ট ওয়াচ এর ক্ষেত্রে ই সিম ব্যবহার করা যাবে
  • সিম স্যুইচ করার ক্ষেত্রে কোন ঝামেলা পোহাতে হবে না

গুরুত্বপূর্ণ কথাঃ

অনেকের মনে প্রশ্ন জাগে সিম যখন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করবো বা চেঞ্জ করবো, সেক্ষেত্রে কিভাবে করব ?এটি যেহেতু কিউআর কোড স্ক্যান এর মাধ্যমে মোবাইলে ইন্সটল হয্‌ সে ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে ।যেমন বছরে আপনি সর্বোচ্চ দুইবার কিউআর কোড স্ক্যান করতে পারবেন এর থেকে বেশি করতে গেলে আপনাকে আবার সিম রিপ্লেস করতে হবে।

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

অর্ডিনারি আইটি কী?