কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয়
ট্রেনের টিকিট ক্রয় করা নিয়ে অনেকেরই ভোগান্তি হয়ে থাকে ।যেহেতু অনলাইনে টিকিট কাটার নিয়মটি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে সুতরাং আমরা অনেকেই জানিনা কিভাবে অনলাইনে ট্রেনের টিকেট কাটতে হয় ।তাহলে চলুন আজকে আমরা কিভাবে অনলাইনে টিকিট কাটতে হয়,ট্রেনের অগ্রিম টিকিট কতদিন আগে পাওয়া যায়,অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় অর্থাৎ কোন সময়ে টিকিট কাটলে অনলাইনে সার্ভার জ্যাম থাকে না এসকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।
সূচিপত্রঃ
কিভাবে রেজিস্ট্রেশান করবনে
প্রথমে কিভাবে অনলাইনে টিকিট কাটতে হয় তা নিম্নে উল্লেখিত দেখানো পদ্ধতির মাধ্যমে সহজেই ঘরে বসে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে আপনাকে eticket.railway.gov.bd এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে।
সাইটের কর্নারে থাকা তিনটি ডট বার এর উপর ক্লিক করতে হবে ।ক্লিক করার পরে নিম্নে প্রদর্শিত উইন্ডো ওপেন হবে এবং সেখান থেকে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ।রেজিস্ট্রার অপশন এ ক্লিক করে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন।
রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে আপনার সামনে রেজিস্ট্রেশন এর জন্য নিম্নে প্রদত্ত অপশনটি দেখা যাবে সেখানে আপনি আপনার ফুল নেম ,ইমেইল এড্রেস ,মোবাইল নাম্বার ,পাসওয়ার্ড এবং আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ আপনি এখানে আপনার ভোটার আইডি কার্ড ,বার্থ সার্টিফিকেট এর যেকোনো একটি দিয়ে রিলেশন করতে পারেন ।এরপর পোস্ট কোড এবং এড্রেস দিয়ে নীচে থাকা সাইনআপ বাটনে ক্লিক করুন।
এরপর আপনি আপনার প্রদানকৃত মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি কোড পাবেন ।সেটি বসানোর পর আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং আপনি আবার সেই থ্রি ডট বারে চাপ দিয়ে লগইন অপশনে ঢুকে আপনার প্রদত্ত ইনফরমেশন দিয়ে লগইন করুন।
কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয়
আপনার প্রদত্ত ইনফর্মেশন দিয়ে লগইন করার পর আপনার সামনে নিচে প্রদত্ত একটি ইন্টারফেস আসবে ।যেখানে আপনাকে আপনি কোথায় যাবেন এবং কোথা থেকে যাবেন ,কত তারিখে যাবে এবং ট্রেনের ক্লাস অর্থাৎ কোন ট্রেনে আপনি যেতে চান তা নির্বাচন করে ফাইন্ড টিকিট এই অপশন টি ক্লিক করতে হবে।
এই পরে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে ।যেখানে আপনার নির্বাচন কৃত তথ্য অনুসারে আপনি যেই তারিখে যে ট্রেনে যেতে চান সে ট্রেনগুলোর সিট এবং ভাড়া সবকিছু আপনার সামনে প্রদর্শিত হবে ।এবং প্রতিটা ট্রেনের পাশে থাকা ভিউ সিট ক্লিক করে আপনি সহজেই দেখতে পারবেন আপনি যেদিন নিতে চান সে ট্রেনের কতগুলো ফাঁকা সিট আছে।
ভিউ সিট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে দেখাবে কতগুলো সিট ফাঁকা আছে এবং কোন গুলো বিক্রি হয়ে গেছে ।এখানে আপনি কিভাবে বুঝবেন কোনগুলো ফাঁকা এবং বিক্রি হয়ে গেছে ।সহজ উপায় হলো ;এখানে যেগুলো ধূসর বা গ্রে কালার, সেগুলো বিক্রি হয়ে গেছে । যেগুলো সাদা কালার ,সেগুলো এখনও বিক্রি হয়নি অর্থাৎ এগুলো আপনি ক্রয় করতে পারবেন।
সুতরাং একটি ফাঁকা সিট ক্লিক করে সিলেক্ট করতে হবে। মনে রাখবেন সিলেট করা টিকিটি সবুজ কালার দেখাবে। সবুজ কালার দেখালে আপনি নিজে একটি অপশন পাবেন ।কন্টিনিউ পারচেসিং অপশন টিতে ক্লিক করার পড়ে আপনি আপনার প্রদানকৃত সকল ডিটেলস আপনি দেখতে পাবেন।সেখান স্ক্রল করে যেদিকে আসলে আপনাকে পেমেন্ট মেথড দেখাবে।
পেমেন্ট মেথড হিসেবে শুধুমাত্র বিকাশ আপাতত এড করা আছে ।পরবর্তীতে আরও পেমেন্ট মেথড যুক্ত হবে সুতরাং যাদের বিকাশ আছে তারা কনফার্ম পারচেস এই অপশনটিতে ক্লিক করে টিকিট কনফার্ম করবেন ।এরপরে আপনার বিকাশের নাম্বারটি বসিয়ে ভেরিফাই করতে হবে । ভেরিফাই করার পর আপনি আপনার পিন প্রদান করে টাকাটি প্রদান করতে হবে।
এরপর পেমেন্ট করার সাথে সাথে আপনাকে একটি কনফার্মেশন মেসেজ দিবে ;পেমেন্ট সাকসেসফুল হয়েছে এটি জানানোর জন্য। ঠিক নিচে আপনি দেখতে পাবেন লেখা থাকবে প্রিন্ট টিকিট অর্থাৎ এই অপশন টি ক্লিক করলে আপনার টিকিট প্রিন্ট করার জন্য প্রস্তুত ।হবে এটিতে ক্লিক করে আপনি আপনার টিকিট প্রিন্ট করবেন।
আপনার ট্রেনের টিকিট ক্রয় করার পর পিডিএফ কপিটার ঠিক উপরে ডানপাশে কর্নারে ডাউনলোড অপশন দেখা যাবে ।সেই ডাউনলোড অপশনে গিয়ে আপনার টিকিট আপনার মোবাইলে অথবা আপনার কম্পিউটারে ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন খুব সহজে।
এবার চলুন অনলাইনে কিভাবে ট্রেনের টিকেট কাটতে হয় তা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেই যা আপনাদের সকলের মনেই থাকে-
ট্রেনের অগ্রিম টিকিট কতদিন আগে পাওয়া যায়
ট্রেনের অগ্রিম টিকিট পাওয়ার জন্য অনেকেরই যুদ্ধ করতে হয় কথাটা হাস্যকর মনে হলেও সত্যি। অনলাইনে সাধারণত বাংলাদেশ রেলওয়ে প্রদত্ত টিকিট দেওয়া হয়ে থাকে 5 থেকে 7 দিন আগে ।এটি দেওয়ার আগে কর্তৃপক্ষ আগেই নোটিশের মাধ্যমে জানিয়ে দেয় ।সুতরাং আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আপনার অনলাইনের টিকিট কাটতে খুব একটা দেরি না হয়ে যায়।
অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময়
অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় নিয়ে আমি যেটা ব্যক্তিগত মতামত হিসেবে বলবো তা হল; যেহেতু সব সময় সার্ভার জ্যাম থাকে ।বিশেষ করে যখন কোন বড় বড় অকেশন হয় তখন টিকিট কাটার জন্য অনেকেই অনলাইনে অপেক্ষা করে কিন্তু তবুও টিকিট কাটতে পারেন না ।সুতরাং আপনাকে এমন একটা সময় নির্বাচন করতে হবে যে সময় অনলাইনে সার্ভারে ট্রেনের টিকিট কাটার জন্য চাপ না থাকে ।
অর্থাৎ ভোর সাতটা থেকে দশটা নাগাদ কেটে নেওয়াই ভালো ।কারণ; বেশি দেরি করলে আপনি হয়তো সার্ভারে আর ঢুকতে পারবেন না।আপনার কাঙ্ক্ষিত টিকিট টি আপনি পাবেন না সুতরাং আমার ব্যক্তিগত মতামত হিসেবে আমি বলব অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় সর্তকতা অবলম্বন করবেন ।তাহলে আপনি আপনার টিকিট কখনোই কাটতে পারবেন না বিশেষ করে বিশেষ বিশেষ অকেশন যেমন ঈদ বা অন্যান্য অকেশনাল ছুটি এর ক্ষেত্রে।
Very informative and useable topic for every new users in Bangladesh, Thanks for sharing your knowledge.
উত্তরমুছুনপাশে থাকার জন্য ধন্যবাদ।
মুছুন