আপনারা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, তাদের কাছে এন্টিভাইরাস সফটওয়্যার বা মালওয়্যার প্রোগ্রাম নতুন কোন বিষয় নয় ।বরং; আপনার সাথে অনেকটাই সুনিবিড় সম্পর্ক রয়েছে। আপনার কম্পিউটার যদি windows 10 অথবা windows 8 দ্বারা চালিত হয় তাহলে এরমধ্যে মাইক্রোসফট এর নির্দেশক ফ্রী এন্টিভাইরাস মালওয়্যার প্রোগ্রাম উইন্ডোজ ডিফেন্ডার দেয়া আছে। উইন্ডোজ ডিফেন্ডার নিয়মিত ভাবে আপডেট করলে বেশিরভাগ ক্ষতিকর সফটওয়ারের থেকে সুরক্ষিত রাখতে পারবেন ।
তাছাড়া বাড়তি নিরাপত্তার জন্য একটি এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে পারেন।মোবাইল অ্যান্টিভাইরাস ব্যবহারে কারো কোনো আপত্তি থাকে না ।কেননা ;মোবাইলের এন্টিভাইরাস স্মার্টফোনের ক্ষতি করে কিন্তু কম্পিউটারের জন্য উপকারী। কেননা কম্পিউটারের জন্য যেসকল এন্টিভাইরাস তৈরি হয়েছে তাদের নানা ধরনের ফিচার রয়েছে সেসব নিয়ে আজকে জানবো।এবং আপনাদের সামনে নিয়ে আসবো ২০২২ সালের সেরা কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার-
সূচিপত্রঃ
এন্টিভাইরাস কি
এন্টিভাইরাস একটি প্রোগ্রাম বা সফটওয়্যার। যা; আমাদের কম্পিউটারে ইনস্টল করা থাকে এবং যখন আমরা আমাদের কম্পিউটারে কোন নতুন সফটওয়্যার বা ফাইল ডাউনলোড করে ইন্সটল করি; এবং সেই ডাউনলোডকৃত সফটওয়্যারটিতে যদি কোন ভাইরাস থাকে; সেটিকে ডিটেক্ট করে এবং ধ্বংস করে দিয়ে আমাদের কম্পিউটারকে সুরক্ষিত রাখে।
এন্টিভাইরাস সফটওয়্যার কেন ব্যবহার করবেন
প্রথমে আমাদেরকে জানা দরকার আপনি অ্যান্টিভাইরাস ব্যবহার করবে কেন , অ্যান্টিভাইরাস সফট্ওয়ারে কি এমন জিনিস থাকা দরকার এবং যার জন্য আপনি এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করবেন ।
- ভাইরাস শনাক্ত করে এবং সার্বক্ষণিক পুলিশের ভূমিকা পালন করে
- আপনাকে নিরাপত্তা প্রদান করতে তৎপর থাকে
- এবং ক্ষতিকর ওয়েবসাইট এবং সন্দেহজনক লিংকগুলো কেউ খুঁজে বের কর
- ক্ষতিকর লিংকগুলো মার্ক করে রাখে এবং আপনার কম্পিউটারকে সুরক্ষিত রাখতে সার্বক্ষণিক কাজ করে
- কম্পিউটারে অপ্রত্যাশিত আচরন পর্যবেক্ষণ করে কম্পিউটারে কোন আচরণ করলে তা নির্মূলে কাজ করে থাকে
- এছাড়া নতুন এবং এখনও শনাক্ত করা যায়নি এমন ভাইরাস খোঁজ করা antivirus software এর অন্যতম কাজ
তাই বেছে নিতে হবে এমন একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার যা মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে বরং নিজের সাধ্যমত সুবিধাসমূহ আপনাকে প্রদান করবে।
সিস্টেম রিসোর্সের পরিমিত ব্যবহার
আপনারা অবশ্যই এমন একটি এন্টিভাইরাস সফটওয়্যার চাইবেন যেন আপনার কম্পিউটারে কোন সমস্যা তৈরি না করে। এন্টিভাইরাস ইন্সটল করার পর যদি কোন ওয়েবসাইট ওপেন হতে তুলনামূলক বেশি সময় নেয় ,ফাইল কপি করতে প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় নেয় তবে; আপনার উচিত এর বিকল্প প্রোগ্রামের খোঁজ করা। কেননা; অনেক সময় আপনার কম্পিউটার হ্যাং করার পেছনে আপনার ব্যবহৃত antivirus software টি বেশি দায়ী থাকবে কিংবা ভাইরাসের জর্জরিত অ্যান্টিভাইরাস ব্যবহার থেকে সচেতন থাকবেন।
টাকা দিয়ে এন্টিভাইরাস সফটওয়্যার কিনলেই যে আপনাকে সবচেয়ে বেশি সুরক্ষা দেবে এবং ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার ইউজ করলে কোন কাজে দিবে না একদমই না।আজকে আপনাদের এমন ৫ টি ফ্রি এন্টি ভাইরাস সফটওয়্যার ডাউনলোড সম্পর্কে বলব যেটা অবশ্যই আপনার কাজে আসবে।
এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের গোপনীয়তা
কম্পিউটারের সকল চলমান প্রসেস পর্যবেক্ষণ করা একটি কার্যকর এন্টিভাইরাস সফটওয়্যার এর কাজ। তবে; কম্পিউটারের সুরক্ষার ব্যবস্থা আড়ালে ডাটা অন্য কোম্পানির হাতবদল হয়েছে কিনা তা নিশ্চিত করা জরুরি ।এজন্য এন্টিভাইরাসের রিভিউ পড়ে নেওয়াটা অনেক বেশি জরুরী। সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে আপনি ব্যবহার করতে পারবেন।
এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারে গুরুত্বপূর্ণ নির্দেশনা
অনেকে হয়তো ভাবেন যে হয়তো একসাথে অনেকগুলো Antivirus Software ব্যবহার করলে সুবিধা বেশি পাওয়া যাবে। কিন্তু এগুলো এন্টিভাইরাস সফটওয়্যার কখনো সবগুলো একসাথে ব্যবহার করতে যাবেন না ।এক্ষেত্রে ;আপনার কম্পিউটারের ক্ষতি হবে ধরতে পারেন । আপনার কম্পিউটারটি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে এবং কম্পিউটারের কোন প্রোগ্রাম ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারবেন না। তাই; যে কোন একটি ব্যবহার করাই উত্তম।
৫ টি সেরা ফ্রী Antivirus Software
- Avast antivirus software
- Bit Defender antivirus software
- Kaspersky antivirus software
- AVG antivirus software
- Avira antivirus software
Avast Antivirus Software
এন্টিভাইরাস সফটওয়্যার এর কথা শুনলেই প্রথমে যেটির নাম আসে সেটি হল এভাস্ট এন্টিভাইরাস। এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার টি বিভিন্ন টেস্টিং ল্যাব এর পরীক্ষা দেয় এডিশন অ্যান্টিভাইরাস সফটওয়্যার এর পরিচয় দিয়েছে ।সাইবার ক্যাপচার হলো এভাস্ট এন্টিভাইরাস এর অন্যতম প্রধান একটি ফিচার যা কম্পিউটারে নতুন ফাইল রান করার আগেই স্ক্যান করে নেয়।
এছাড়া আরও রয়েছেন নেটওয়ার্ক সিকিউরিটি, স্পেক্টর পাসওয়ার্ড ম্যানেজার সহ আরো অনেক ফিচার।পাশাপাশি এন্টিভাইরাস সফটওয়্যার ইউআরএল প্রটেকশন সুবিধা প্রদান করে থাকে। তবে প্রাইভেসি সেটিংস আপনার কাছে কিছুটা কঠিন লাগতে পারে।এবং এদের পেইড কম্পনেন্ট গুলো ভালো নাও লাগতে পারে। তবে; কিছু জিনিস মোটামুটি ভাবে ছাড়া দিলে এদিক দিক থেকে এটাই ব্যবহার করতে পারেন।
Bit Defender Anti-virus Software
Bit Defender ফ্রী এন্টিভাইরাস হিসেবে ব্যাপক জনপ্রিয়। 1997 সালে থেকে এখন পর্যন্ত বেশ সফল ভাবে কাজ করছে ।এই সফটওয়্যারটি ডিফেন্ডার এন্টিভাইরাস ফ্রি সংস্করণে কমার্শিয়াল এন্টিভাইরাস এন্টিভাইরাস প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছ।
বিনামূল্যে সর্বোচ্চ সুরক্ষা, ফিশিং সাইট এবং ক্ষতিকর ইউআরএল এর বিরুদ্ধে সুরক্ষার জন্য বিটডিফেন্ডার পরীক্ষিত। সাধারণ ব্যবহারকারীদের জন্য কনফিগার করা অনেক সহজ। তবে আপনি যদি এডভান্স ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো আরো বেশি নিয়ন্ত্রণ দরকার হতে পারে ।
Kaspersky Antivirus Software
Kaspersky ফ্রী এন্টিভাইরাস ওয়েবসাইটটিকে দেয়া হয়েছে সেরা ফ্রি এন্টিভাইরাস এর সম্মান ।তবে সকলের মতামত অনুযায়ী এভাস্ট বেস্ট ধরা হয়। তাই এভারেস্টকে বেস্ট এন্টিভাইরাস সফটওয়্যার বললেও ক্যাসপারস্কাই সফটওয়্যার কোন অংশেই কম নয়। এই এন্টিভাইরাস বিনামূল্যে ফুলটাইম ম্যালওয়ার সুরক্ষা প্রদান করে থাকে।
আরো রয়েছে রিয়াল টাইম স্ক্যানিং এন্ড প্রটেকশন সহ নানান ধরনের সুবিধা। তবে; ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি যথেষ্ট। ইউজার ইন্টারফেস অত্যন্ত সহজ এবং এর ভাইরাস ধারণক্ষমতা অসাধারণ। চাইলে এটি ব্যবহার করতে পারেন আমি লিস্ট করে আপনাদের সামনে সফটওয়্যার গুলো তুলে ধরলে মনে রাখবেন সব সফটওয়্যার গুলো বেশ কার্যকর তাই যেকোনো একটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন কোন সমস্যা হবে না।
AVG Antivirus Software
AVG Antivirus Software মূলত Avast এন্টিভাইরাসের মত একই অ্যান্টিভাইরাস সুরক্ষায় ইঞ্জিন দ্বারা তৈরি করা হয়েছে। তবে ইনভেস্টিগেশন এজেন্সি ফিচার গুলো রয়েছে সেগুলো আপনি AVG antivirus পাবেন না।ভাইরাস প্রটেকশন সিস্টেম অপটিমাইজেশন প্রভৃতি বিষয়ের পাশাপাশি মোটামুটি প্রটেকশন প্রদান করতে পারে এভিজি এন্টিভাইরাস।
এই সফটওয়্যারটি ব্যবহার করে খুব ভালো সেবা দিয়ে যাচ্ছে ।আমার চোখে জেটি পড়েছে আর তা হলো আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার কম্পিউটারকে ধীরগতি হয়ে যেতে পারে, অন্য কাজ করা আপনাকে বন্ধ রাখতে হতে পারে। তবে; এর সেবা বেশ ভালো ।
Avira Antivirus Software
ফ্রি এন্টিভাইরাস এন্টিভাইরাস সফটওয়্যার এর ক্ষেত্রে একটি পরিচিত নাম Avira Antivirus Software কম্পিউটার থেকে যেকোনো ধরনের ভাইরাস খুঁজে বের করে তার ব্লক করতে পারবে। এছাড়াও অন্যান্য Avira প্রডাক্ট ইন্সটল এর সুবিধা পাওয়া যাবে এই সফটওয়্যারটিতে । এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার এর স্ক্যানিং ইঞ্জিন তুলনামূলকভাবে একটু ধীর গতিরযা আপনাকে হয়রানি করতে পারে ।
তাছাড়া ক্রোম এবং ফায়ারফক্স ব্রাউজারটি বাড়তি নিরাপত্তা প্রদান করে থাকে তবে অতিমাত্রায় পপ আপ কখনো আপনাকে বিরক্ত করতে পারে। এ ক্ষেত্রে আপনারা বেশ হতাশ হবেন না আপনারা। কারণ; বেস্ট সেবাটি পাবেন এই সফটওয়্যার থেকে।
আশা করছি আপনাদের সেরা পাঁচটি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার সম্পর্কে ভালোভাবে ধারণা দিতে পেয়েছি। ধন্যবাদ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন