রক্তের গ্রুপ অনুযায়ী চারিত্রিক বৈশিষ্ট্য - কোন ব্লাড গ্রুপের মানুষ কেমন

মানুষের রক্তের গ্রুপ তার স্বভাব কাজকর্ম এমনকি পছন্দ এবং অপছন্দের বিষয় গুলো কেউ নির্ধারণ করে আর এই কথাটি সাইন্টিফিক ভাবে প্রমানিত।আজকের পোস্টটিতে আমি আপনাদের জানাব ব্লাড গ্রুপ A ব্লাড গ্রুপ B এবং ব্লাড গ্রুপ AB এবং ব্লাড গ্রুপ O সহ ভিন্ন ভিন্ন ব্লাড গ্রুপের মানুষের স্বভাব আচরণ পার্সোনালিটি ক্রিয়েটিভিটি এসব নিয়ে এবং যা কিছু উল্লেখ করব সকল কিছুই সম্পূর্ণ ভাবে সাইন্টিফিক ভাবে প্রমাণিত।

পৃথিবীর প্রতিটি ব্যক্তির রক্তের রঙ এক হলেও রক্তের গ্রুপ এক হয়না আর এই ব্লাড আমাদের শিরা দ্বারা শরীরের প্রত্যেকটি অংশে প্রবাহিত করতে থাকে।শরীরের ক্ষুদ্রতম অংশকে সঞ্চারিত করতে সাহায্য করে এই রক্ত;এমনকি আমাদের ব্রেইন কেউ অপারেট করতে সাহায্য করে এই রক্ত। তাই এর থেকে বলা যেতে পারে যে হ্যাঁ;রক্ত আমাদের পার্সোনালিটি কেউ ডিফাইন করে। এছাড়াও জানবো কোন ব্লাড গ্রুপের ব্যক্তিদেরকে মশার খুবই পছন্দ করে;অর্থাৎ রক্ত পান করার জন্য।

শুরুতে জেনে নেই তার হিসাবে এ ব্লাড গ্রুপ ক্যাটাগরির লোকেরা কেমন হয়:-

ব্লাড গ্রুপ এ(BLOOD GROUP 'A')এর বৈশিষ্ট্য

সাইন্স বলছে এরা স্মার্ট ইন্টেলিজেন্ট সেনসিটিভ এবং নিজেদের কাজ নিয়ে প্রশ্নের হয়।এসকল লোকেরা তাদের প্রতিটি কাজকে ভেবে চিন্তে বিচার করে করে শুধু তাই নয় এসকল লোকেরা প্রতিটি বিষয়কে সিরিয়াস ভাবে নেয় যার ফলে স্ট্রেস আউট হয়ে পড়ে মাঝে মা। এর কারণ হলো এই যে এ ব্লাড গ্রুপের লোক এদের শরীরে স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসোল এর মাত্রা বাকিদের তুলনায় অনেক বেশি হয় তাই এ ব্লাড গ্রুপের লোকেরা ঝগড়া মারামারি এসব জিনিস গুলো একদম পছন্দ করেন না।

এসকল লোকেরা রিলেশনশিপ এর ব্যাপারে খুব সিরিয়াস হয়।এদেরকে বোঝায় একটু কঠিন কারণ এরা নিজেদের দুঃখ আনন্দ গুলোকে সবার সঙ্গে শেয়ার করতে চায় না।"জর্জ বুশ","স্টিফেন হকিং","এডলফ হিটলার","স্টিভ জবস"এদের সবারই ব্লাড গ্রুপে এ ছিল।এবার আসুন ব্লাড গ্রুপ নিয়ে কথা বলি-

ব্লাড গ্রুপ বি(BLOOD GROUP 'B')এর বৈশিষ্ট্য

এসকল লোকেরা একদম এ এর চেয়ে বিপরীতধর্মী মানুষ। কারণ যেখানে টাইপ এ এর লোকেরা কোন কাজ করার আগে বহুবার চিন্তাভাবনা এবং বিচার করে অপরদিকে টাইপ বিয়ের লোকেরা কোন ভাবনা চিন্তা না করেই বড় থেকে বড় এমনকি ইম্পসিবল ডিসিশন গ্রুপকে মুহূর্তে নিয়ে নেয়। এর কারনে মাঝে মাঝে বিপদে পরে; আবার মাঝে মাঝে অনেক উপকার হয় বিয়ের লোকেরা প্রচুর পরিশ্রম হয়।

জীবনের প্রতিটি কাজ নিষ্ঠা এবং পরিশ্রমের সাথে করে।তবে এদের কোনো তুলনা নেই ব্লাড গ্রুপের লোকেরা এবং মিথ্যাকে প্রশ্রয় দেয় না বরং এরা একটু সেলফিশ হয়ে থাকে।এরা অপরকে সাহায্য করার বিষয়টিকে বেশি প্রায়োরিটি দেয় না কারণ এরা বিশ্বাস করে যে পরিশ্রম করলে সব কিছু অর্জন করা সম্ভব।এসব লোকেরা পরিশ্রমে বিশ্বাসী এই নেচারটি তাদেরকে বাকিদের থেকে আলাদা এবং ইউনিক করে তোলে।

এ সকল লোকদের ব্রেইন সবসময় কাজ করতে থাকে,এরা সবসময় কিছু না কিছু চিন্তার জগতে ঘুরপাক খেতে থাকে ফলে এদের মধ্যে কখনও কখনও এমন আইডিয়ার জন্ম হয় বাকিদের ধারণার বাইরে।সত্য কথা বলার অভ্যাসের কারণে এসকল লোকেদের রিলেশনশিপ বেস্ট।অপরের এডভাইস একদম পছন্দ করে না বরং নিজের মনের কথা শুনতে বেশি পছন্দ করে।

আর আপনার ব্লাড গ্রুপ যদি 'বি' হয়ে থাকে তাহলে আপনাকে জানাচ্ছি বিল গেটসের ব্লাড গ্রুপ কিন্তু 'বি'।এবার আসুন টাইপ এ বি এর ক্যাটাগরি টা নিয়ে কথা বলা যাক-

ব্লাড গ্রুপ এ বি(BLOOD GROUP 'AB')এর বৈশিষ্ট্য

এরা স্ট্রং পার্সোনালিটি সম্পন্ন মানুষ হয়ে থাকে এই কারণের জন্য লোকেদেরকে বুঝতে একটু ভুল করে ফেলে।আসলে এরা খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে আর সবথেকে ইন্টারেস্টিং কথা হল এই যে এরা সব থেকে বেশি চার্মিং হয়ে থাকে আর এই শান্তস্বভাবের ফলে এরা সবাইকে নিজেদের বন্ধু বানিয়ে নিতে পারে।একটা সাইন্টিফিক রিসার্চ অনুযায়ী জানা গেছে এদের মধ্যে বোঝার ক্ষমতা খুব বেশি রয়েছে।

কারণ এসকল লোকেদের মধ্যে লজিক্যাল এবং অবজারভেশন স্কিল ডেভেলপমেন্ট বাকিদের থেকে খুব বেশি থাকে এবং এর সাথে সাথেই এসকল লোকেদের মন পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে থাকে।এবি ব্লাড গ্রুপের লোকদের অন্তরে জিলেপির প্যাচ থাকে না,এরা পছন্দ করে না এবং এসকল মানুষ দেখতে পারেনা।স্ট্রেটফরওয়ার্ড কথা বলে;কোনো ডিসিশন নেয়ার সময় এসকল লোকেরা তাদের মন এবং বৃদ্ধটিকে খুব ভালোভাবে ব্যবহার করে থাকে যা কারণে এরা তাদের লাইফকে খুবই স্মার্টলি উপভোগ করে এসব পছন্দ করেন।কিন্তু মাঝে মাঝে এদের স্বভাব এদের উপর ডিপেন্ড করে বেশিরভাগ সময় এরা নিজেদের কল্পনার জগতে বিচরণ করে যার ফলে মাঝেমাঝে লোকেদের বুঝে উঠতে পারেনা বারাক ওবামা,জ্যাকি চ্যান এর মত লোকদের কিন্তু ব্লাড গ্রুপ 'বি' ছিল এবার ব্লাড গ্রুপ 'ও' নিয়ে নিয়ে কথা বলা যাক-

ব্লাড গ্রুপ ও(BLOOD GROUP 'O')এর বৈশিষ্ট্য

আপনি হয়তো জানেন না যে মশা খুব পছন্দ করে থাকে ও গ্রুপের রক্তের মানুষদের।গ্রুপ ও এর লোকেরা আলাদা ধরনের ব্যক্তি হয়ে থাকে কারণ এদের রক্তের এন্টিজেন এর কোনো কোয়ালিটি থাকে না।এসকল লোকেদের এক আলাদা পার্সোনালিটি রয়েছে আর এই কারণে এদের মধ্যে লিডারশিপের সকল গুনাগুন রয়েছে।কোন কাজ করার জন্য প্রাণ এক করে দেয় এ সকল লোকেরা শান্ত এবং ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাই এ কারণে যদি ও টাইপের কোন ব্যক্তিকে আপনি একটি নির্জন জায়গায় নিয়ে রেখে দেন তবুও তারা সেখানে শান্তিপূর্ণভাবে এবং নির্ভয় এর সাথে জীবনযাপন করে নিতে পারবেন।

বেসিক্যালি এই গ্রুপের ক্যাটাগরির লোকেরা খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে এরা কিন্তু অল্প একটুতেই জেলাস হয়ে পড়ে এবং মাঝে মাঝে খুব রাগী এবং সেনসিটিভ হয়ে থাকে কিন্তু যদি এরা আপনাকে ভালবাসতে থাকে আপনাকে কোনদিনও ছেড়ে যাবেনা।ভালোবাসার লোকদের জন্য এরা প্রাণ দিতে পারে কিন্তু হ্যাঁ একটি কথা সত্য যে এদের সামনে কোনদিন যেন মিথ্যা কথা বলতে যাবেন না।

কারণ এই ব্লাড টাইপের লোকেরা মিথ্যা কথাটি একদম পছন্দ করেন এসকল লোকেরা হাই ইন্টালিজেন্ট হয়ে থাকে ডেয়ারিং এবং রেস্পন্সিবিলিটি গুণ এর সকল মানুষদের মধ্যে বেশি দেখা যায়।

প্রিয় পাঠক ব্লাড গ্রুপ ভিত্তিতে মানুষের স্বভাবের চার্ট বা ধরন বিজ্ঞান আমাদের সামনে নিয়ে এসেছে।কিন্তু এটা সত্য যে এর বাইরে ও কিন্তু ব্লাড গ্রুপ ভেদেও মানুষের মধ্যে তারতম্য রয়েছে এবং এজন্য অনেক ক্ষেত্রেই আপনি একই ব্লাড গ্রুপের ব্যক্তির মধ্যে একদম ভিন্ন ব্যক্তিত্ব দেখতে পেতে পারেন।আমরা আজ আজকে যা আপনাদের সামনে তুলে ধরলাম তা শুধুমাত্র বিজ্ঞানের গবেষণা লব্ধ ফলাফল।

তো হয়তো আপনারা এই সুন্দর পোস্টটি থেকে সম্পূর্ণভাবে ধারণা লাভ করতে পেরেছেন যে কোন ব্লাড গ্রুপের মানুষের আচার-আচরণ বা বৈশিষ্ট্য কেমন হয়ে থাকে আশা করি আপনাদের কাছে পোস্টটি অনেক ভালো লাগবে এবং আরো সুন্দর পোস্ট পেতে আমাদের সঙ্গে থাকবেন।ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url