Dual Currency Mastercard - EBL Aqua Prepaid Mastercard করার নিয়ম



আমরা হয়তো অনেকেই Dual Currency Mastercard এর এর প্রয়োজন বোধ করি কিন্তু জানিনা কিভাবে  খুব সহজে একটি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড পাওয়া যায় বা কিভাবে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড এর জন্য অ্যাপ্লিকেশন করতে হয় । বাংলাদেশে অনেক ব্যাংক ডুয়েল কারেন্সি মাস্টারকার্ড প্রদান করে থাকে; কিন্তু কিছু শর্তসাপেক্ষে মাস্টার কার্ড গুলো প্রদান করা হয়।

কিন্তু আপনাদের যে ব্যাংকের এর কথা বলব সেটি হল ইস্টার্ন ব্যাংক লিমিটেড| EBL (ইস্টার্ন ব্যাংক লিমিটেড) এর মাধ্যমে আপনি খুব সহজেই  কিছু ডকুমেন্ট প্রদান করার মাধ্যমে আপনি তাদের  Dual Currency Mastercard, EBL Aqua  Prepaid Mastercard টি হাতে পেতে পারেন; কোন রকম ঝামেলা ছাড়াই। তাহলে চলুন বিস্তারিত জানা যাক কিভাবে আপনি ইবিএল কার্ড টি সংগ্রহ করতে পার-

কি কি ডকুমেন্ট প্রয়োজন 

  • সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি
  • আপনার এনআইডি কার্ডের ফটোকপি
  • আপনার পাসপোর্ট এর ফটোকপি (অবশ্যই মেয়াদ থাকতে হবে)
  • আপনাকে অবশ্যই 18 বছর বয়স এবং বাংলাদেশি হতে হবে

আপনার  কি কি করনীয় 

  • প্রথমে আপনাকে নিকটস্থ কোনো ইস্টার্ন ব্যাংক লিমিটেড ব্যাংকের শাখায় যেতে হবে আপনার এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে।
  • ব্যাংক এর স্টাফ দের জিজ্ঞাসা করে অথবা ডেস্ক এর সামনে থাকা EBL Aqua  Prepaid Mastercard অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে ব্যাংক কর্মকর্তাদের সাহায্য নিয়ে
  • অ্যাপ্লিকেশন ফর্ম টি ভালোভাবে পূরণ করার পর সেটি কার্ড ফি ১১৫০ টাকা সহ কাউন্টারে জমা দিতে হব।
  • ফরম জমা হয়ে যাওয়ার পর আপনার কাছে ঠিক 10 দিনের মধ্যে একটি কনফার্মেশন মেসেজ আসবে ইবিএল থেকে।
  • কনফার্মেশন মেসেজ পাওয়ার 5 দিন পর ব্যাংকের কর্মদিবস অনুযায়ী আপনাকে কার্ডটি সংগ্রহ করতে হবে।

EBL Aqua  Prepaid Mastercard এর সুবিধা

আপনি EBL Aqua  Prepaid Mastercard এর মাধ্যমে যে সকল সুবিধা পেতে পারেন সেগুলো হলো
    • Facebook ,YouTube ,website বুস্টিং
    • সহ দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন ধরনের কেনাকাটা করতে পারবেন amazon,Alibaba,aliexpress,Daraj এর মত ই-কমার্স সাইট গুলো থেকে
    • দেশের বাহিরে ও আপনি যেকোন বুথ থেকে এই  EBL Aqua  Prepaid Mastercard ইউজ করতে পারবেন
    • কোন ব্যাংক একাউন্ট ছাড়াই আপনি ব্যাংকিং করতে পারবেন
    • ডলার লোড এর সময় আপনাকে কোন ফি প্রদান করা লাগবে না 

ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের শর্ত

আপনি যদি দেশের বাইরে বিভিন্ন ইন্টারন্যাশনাল আপনার কার্ডটি ব্যবহার করতে চান বুস্টিং এর ক্ষেত্রে অথবা বিভিন্ন কেনাকাটার ক্ষেত্রে তাহলে অবশ্যই আপনাকে আপনার পাসপোর্টে dollar endorsement(অনুমোদন) করে নিতে হবে।সেক্ষেত্রে আপনার EBL Aqua  Prepaid Mastercard টি অ্যাক্টিভ হওয়ার পর পাসপোর্ট এবং আপনার প্রিপেইড কার্ড নিয়ে নিকটস্থ EBL ব্যাংক শাখায় গেলেই আপনাকে তারা কাজটি করে দিবে।

এক্ষেত্রে আপনার পাসপোর্টে এক বছরে আপনি সর্বোচ্চ $12000 ডলার ইউজ করতে পারবেন এক বছর পর সেটি আপনাকে আবার রিনিউ করতে হবে।

ডলার লোড করার নিয়ম

আপনি যদি আপনার EBL Aqua  Prepaid Mastercard টিতে ডলার লোড করতে চান সে ক্ষেত্রে আপনি যেভাবে আপনার ব্যাংক একাউন্টে আপনার টাকা জমা রাখেন ঠিক সেভাবে আপনাকে নিকটস্থ ব্যাংকের শাখায় গিয়ে একটি ফরম পূরণ করতে হবে। ডলার লোড করা স্লিপে দুইটি অংশ থাকে একটি হলো prepaid card deposit slip ,আরেকটি হলো KYC for prepaid card

আপনি যদি আপনার কাটিতে বাংলাদেশি টাকা 20 হাজারের কম পরিমাণ টাকা লোড করতে চান সেক্ষেত্রে আপনাকে prepaid card deposit slip পূরণ করতে হবে। আর যদি আপনি 20000 টাকার বেশি পরিমাণে লোড করতে চান সে ক্ষেত্রে আপনাকে KYC for prepaid card  ফর্ম টি ফিলাপ করতে হবে।

কার্ডের মেয়াদ

সাধারণত সব ব্যাংক কর্তৃক প্রদত্ত মাস্টারকার্ড গুলির মেয়াদ তিন বছর হয়ে থাকে সুতরাং ইবিএল ব্যাংক এর Dual Currency Mastercard টির মেয়াদ তিন বছর হয়ে থাকে।অর্থাৎ তিন বছর পর আপনাকে আপনার কার্ডটি পুনরায় রিনিউ করতে হবে। আপনি যদি কার্ড ব্যবহারের সময় কোন রকম সমস্যায় পড়েন আপনি ইবিএল কাস্টমার সার্ভিসে (16230) নাম্বারে যোগাযোগ করে খুব তাড়াতাড়ি সমাধান পেতে পারবেন।

এছাড়া EBL Sky Banking এর মাধ্যমে আপনি আপনার কার্ডে টাকা-ডলার অথবা ডলার-টাকাকে কনভার্ট করে ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে ডলার অথবা টাকা এক্সচেঞ্জ করতে সর্বোচ্চ তিন দিন সময় লাগে ।

আশা করি আপনারা আপনাদের কাঙ্খিত সমস্যার সমাধান পেয়েছেন এবং কিভাবে একটি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড পেতে পারেন তা সম্পর্কে সকল তথ্য আপনারা পেয়ে গিয়েছেন। আরো সকল ইনফরমেশন পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url