আজকের ইনফো https://www.ajkerinfo.com/2021/01/google-voice-command.html

জেনে নিন Google Voice Command এর সম্পূর্ণ তালিকা


বর্তমান সময়ে আমরা সকলেই নিজেদের স্মার্টফোনে Google Voice Command ব্যবহার করে থাকি। Google Voice Command ব্যবহার করে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। 


আমরা সকলেই এই Google Voice Command ফিচারটি ব্যবহার করলেও আমরা কেউই Google Voice Command এর সম্পূর্ণ তালিকা জানি না। কখনো কখনো Google Voice Command এর সম্পূর্ণ তালিকা না জানার কারণে নিজেদের অনেক প্রয়োজনীয় জিনিস Google কে Command দিতে পারি না।

সুচিপত্রঃ 

  • Google Voice Command এর সম্পূর্ণ তালিকা
  • Google Basic Voice Command
  • Google Navigation Search Command
  • Google Entertainment Voice Command
  • জেনে রাখা জরুরী

তাই আমরা সকলেই এক্ষেত্রে Google Voice Command এর সম্পূর্ণ তালিকা খুঁজে থাকি। সুতরাং, আপনি যদি Google Voice Command এর সম্পূর্ণ তালিকা না জেনে থাকেন, তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের আর্টিকেলে আমরা আপনাকে Google Voice Command এর সম্পূর্ণ তালিকা সম্পর্কে জানাবো।

Google Voice Command এর সম্পূর্ণ তালিকা

আপনি যদি নিয়মিত Google Voice Command ব্যবহার করে থাকেন এবং আপনি Google Voice Command এর সম্পূর্ণ তালিকা খুঁজে থাকেন, তাহলে আর্টিকেলটি মনযোগ সহকারে পড়ুন। আজকের আর্টিকেলে আমরা আপনাকে Google Voice Command এর সম্পূর্ণ তালিকা ও তার ব্যবহার পদ্ধতি সম্পর্কে জানাবো।

Google Basic Voice Command

  • Open [app name]: যদি আপনি কোন এপস রানিং করতে চান, তাহলে এই Command ব্যবহার করুন।
  • Go to [website]: যদি কোন ওয়েবসাইটে প্রবেশ করতে চান, তাহলে এই Command ব্যবহার করুন। 
  • Call [contact name]: যদি কাউকে কল করতে চান, তাহলে এই Command ব্যবহার করুন।
  • Text or Send text to [contact name]: যদি কাউকে মেসেজ করতে চান, তাহলে এই Command ব্যবহার করুন।
  • Email or Send email: কাউকে ইমেইল করতে চাইলে এই Command ব্যবহার করুন।
  • Note to self [contents of note]: কোনকিছুর Note রাখতে চাইলে এই Command ব্যবহার করুন।
  • Start a list for [list name]: কোনকিছুর লিস্ট তৈরি  করতে চাইলেএই Command ব্যবহার করুন। 
  • Send Hangout message to [contact name]: কাউকে ভার্চুয়াল মেসেজ করতে চাইলে এই Command ব্যবহার করুন।
  • Remind me to [do a task]: রিমাইন্ডার তৈরি করতে এই Command ব্যবহার করুন।
  • Set an alarm for [specific time, or amount of time]: এলার্ম সেট করতে এই Command ব্যবহার করুন।
  • Show me my calendar: ক্যালেন্ডার রানিং করতে এই Command ব্যবহার করুন।
  • When’s my next meeting: মিটিং এর সময়সূচী সম্পর্কে জানতে এই Command ব্যবহার করুন।
  • Where is my next meeting: মিটিং এর স্থান সম্পর্কে জানতে এই Command ব্যবহার করুন।
  • Post to Twitter: টুইটারে পোস্ট করতে এই Command ব্যবহার করুন।
  • Post to Google+: Google+ সাইটে পোস্ট করতে এই Command ব্যবহার করুন।
  • Show me [app category] apps: কোন ক্যাটাগরির এপস দেখতে চাইলে এই Command ব্যবহার করুন।
  • Show me emails from [contact name]: কারো মেইল দেখতে এই Command ব্যবহার করুন।

Google Navigation Search Command

  • Take me home: বাড়ির এড্রেস জানতে চাইলে এই Command ব্যবহার করুন।
  • Take me to work: অফিসের এড্রেস জানতে চাইলে এই Command ব্যবহার করুন।
  • What’s the traffic like on the way to work: রাস্তার ট্রাফিক সম্পর্কে জানতে এই Command ব্যবহার করুন।
  • Map of [city or specific location in a city]: কোন স্থানের এড্রেসের জন্য এই Command ব্যবহার করুন।
  • Where is [business name or location]: কোন স্থান খুঁজে বের করতে এই Command ব্যবহার করুন।
  • Directions or Navigate to [address, name, business name, type of business, or other destination]: কোন স্থান পর্যন্ত Navigation পেতে এই Command ব্যবহার করুন।
  • How far is [address, city, or other location]: কোনকিছুর দূরত্ব জানতে এই Command ব্যবহার করুন।
  • Where is the nearest [business type]: নিকটবর্তী কোনকিছু জানতে এই Command ব্যবহার করুন।

Google Entertainment Voice Command

  • Sports updates: খেলাধুলার আপডেট জানতে এই Command ব্যবহার করুন।
  •  Sports scores: খেলাধুলার স্কোর জানতে এই Command ব্যবহার করুন।
  • Show me the trailer for [movie title]: বিভিন্ন মুভি ট্রেইলার দেখতে এই কমান্ড ব্যবহার করুন।
  • Play me a video of [random idea]: কারো ভিডিও প্লে করার জন্য এই Command ব্যবহার করুন।
  • Listen to [type of music, playlist, song, artist, album]: কোন রকম মিউজিক শোনতে চাইলে এই Command ব্যবহার করুন।
  • Movie showtimes: মুভির শো টাইম সম্পর্কে জানতে এই Command ব্যবহার করুন।

Google Voice Command এর সম্পূর্ণ তালিকা এখানে শেষ নয়। প্রয়োজনীয় ও জরুরী Google Voice Command এর তালিকাগুলো এখানে কেবল উল্লেখ করা হয়েছে। এছাড়া আপনার অন্যান্য প্রয়োজনীয় Google Voice Command এর সম্পূর্ণ তালিকার জন্য এই লিংকে ক্লিক করতে পারেন।

জেনে রাখা জরুরী

Google Voice Command এর মাধ্যমে আপনি সম্পূর্ণ আপনার মোবাইল কন্ট্রোল করতে পারবেন। এই Google Voice Command ফিচারটি Lollipop, Marshmallow ও Nougat সহ সকল ভার্সনে ব্যবহার করতে পারবেন। 

Google Voice Command এর সম্পূর্ণ তালিকা নিয়ে আমাদের লেখা এই আর্টিকেলটি আশা করছি সকলের উপকারে আসবে। Google Voice Command এর সম্পূর্ণ তালিকা থেকে আপনার প্রয়োজনীয় কমান্ডটি বেছে নিয়ে আপনিও উপকৃত হতে পারেন।

Google Voice Command এর সম্পূর্ণ তালিকা নিয়ে আমাদের লেখা এই আর্টিকেল আপনার ভালো লেগে থাকলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।


পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

অর্ডিনারি আইটি কী?